Advertisement
Advertisement

Breaking News

PM Narendra Modi

‘দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি’, বাংলায় আক্রমণ শানালেন মোদি

'সমর্থন দিন, প্রাণ দিয়ে দেব', ভোটপ্রচারে আহ্বান প্রধানমন্ত্রীর।

WB Assembly election: PM Modi addresses gathering at Kharagpur, attacks Mamata Govt. |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 20, 2021 11:59 am
  • Updated:March 20, 2021 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একদিনের ব্যবধানে রাজ্যে ফের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায়. উপস্থিত হন তিনি। বেলা ১১.৫০ নাগাদ খড়গপুরের (Kharagpur) বিএনআর ময়দানে সভায় ‘নমস্কার’ বলে বাংলায় বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। রাজ্যের শাসকদলকে হঠাতে দলীয় প্রার্থী, কর্মী, সমর্থকদের কী বার্তা দিলেন, দেখুন তার কয়েকটি পয়েন্ট –

    • সভার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেবদেবীর উদ্দেশে প্রণাম জানালেন প্রধানমন্ত্রী। উচ্চারণ করলেন মন্ত্রও।
    • এই বার বাংলায় বিজেপি সরকারই আসবে, সমবেত জনতার উদ্দেশে আত্মপ্রত্য়য়ী বার্তা মোদির।
    • ”তৃণমূলের খুনের চক্রান্তের কাছে মাথা নত করেননি। আমার গর্ব যে আমাদের দলে দিলীপ ঘোষের মতো নেতা আছেন।” জনসভায় দিলীপ ঘোষের ঢালাও প্রশংসা মোদির মুখে।
    • ডাক দিলেন বাংলায় ‘আসল পরিবর্তনে’র।
    • একবার আমাদের সমর্থন করুন, আপনাদের কল্যাণে প্রাণ দেব আমরা। দিনরাত কাজ করে আপনাদের স্বপ্ন পূরণ করব।
    • ঘরে ঘরে পানীয় জল, কৃষিক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি মোদির। 
    • মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ফের ‘দিদি’ বলে সম্বোধন করে একাধিক ইস্যুতে খোঁচা মোদির।
    • বাংলার উন্নয়নে বাধা মমতাই, উনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 

  • দিদির পার্টি নির্মমতার পাঠশালা, আর দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট। স্পষ্ট বাংলায় আক্রমণ শানালেন মোদি।
  • ‘খেলা হবে’র পালটা স্লোগান তুললেন মোদি। বললেন ‘খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে’।
  • ৭০ বছর পিছিয়ে গিয়েছে বাংলা। আমাদের  ৫ বছর দিন, ক্ষমতায় এলে ৭০ বছরের ক্ষতি পূরণ করে দেব, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর।
  • কেন্দ্র সিঙ্গল উইন্ডো সিস্টেমে বিশ্বাসী। কিন্তু বাংলায় সিঙ্গল উইন্ডো কী? ভাইপো উইন্ডো। খড়গপুরের সভায় তীব্র কটাক্ষ মোদির। 
  • আগের নির্বাচনগুলিতে যা হতো বাংলায়, এবার আর হবে না। আপনারা সকলে আশ্বস্ত থাকুন, এবার নিশ্চিন্তে ভোট দেবেন। 
  • উন্নয়নের জন্য বাংলায় বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার চাই।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভার আগে আক্রান্ত বিজেপি, খড়গপুরে বন্ধ রাস্তা, কেশপুরে পার্টি অফিসে হামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement