সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একদিনের ব্যবধানে রাজ্যে ফের নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায়. উপস্থিত হন তিনি। বেলা ১১.৫০ নাগাদ খড়গপুরের (Kharagpur) বিএনআর ময়দানে সভায় ‘নমস্কার’ বলে বাংলায় বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। রাজ্যের শাসকদলকে হঠাতে দলীয় প্রার্থী, কর্মী, সমর্থকদের কী বার্তা দিলেন, দেখুন তার কয়েকটি পয়েন্ট –
You have seen destruction by Congress & the Left. TMC ruined your dreams. In the last 70 years, you gave opportunities to everyone but give us 5 years, we will free Bengal from the 70 years of destruction, we will sacrifice our lives for you: PM Modi in Kharagpur, West Bengal pic.twitter.com/DcxvdOYuDl
— ANI (@ANI) March 20, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.