Advertisement
Advertisement
করোনা

রেকর্ড গড়ে একদিনে রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ৯০০, বাড়ল মৃতের সংখ্যাও

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ২২ হাজারের গণ্ডি।

WB: All most 900 people tested positive for COVID-19 in last 24 hours

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 5, 2020 8:02 pm
  • Updated:July 5, 2020 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সাতকসকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য উদ্বেগ বাড়িয়েছিল দেশবাসীর। একদিনে ভারতে করোনায় আক্রান্ত প্রায় ২৫ হাজার মানুষ। সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়াকেও টপকে যাওয়ার পথে দেশ। সেই রেকর্ড বৃদ্ধির তালিকায় যে বাংলাও রয়েছে, সন্ধেতেই তা স্পষ্ট হল। কারণ এদিন রাজ্যের অতীত সমস্ত পরিসংখ্যানকে পিছনে ফেলে দিল আক্রান্তের সংখ্যা। একদিনে মারণ করোনা থাবা বসাল প্রায় ৯০০ জনের শরীরে।

এদিন রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। হার মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমণ ছড়িয়েছে ২৪৪ জনের শরীরে। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ১২৬-এ। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এখনও পর্যন্ত রাজ্যে অ্যাকটিভ কেস ৬ হাজার ৬৫৮। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাতেই রেকর্ড বৃদ্ধি ঘটেছে। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। যার মধ্যে তিলোত্তমায় এই মারণ ভাইরাস (Coronavirus) প্রাণ নিয়েছে আটজনের। বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৭৫৭ জন।

Advertisement

[আরও পড়ুন: দেখা করতে ডেকে প্রাক্তন প্রেমিকাকে ‘ধর্ষণ’ যুবকের, বাঁচানোর নামে অত্যাচার চালাল বন্ধুও]

যদিও এ রাজ্যে সুস্থতার হার বেশ ভাল। রাজ্যে সুস্থতার হার ৬৬.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ৫৪৫ জন। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ১৪ হাজার ৭১১ জন। তবে করোনা রোগী চিহ্নিত করার জন্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নমুনা টেস্টের সংখ্যাও। স্বাস্থ্যদপ্তরের তথ্য বলছে, একদিনে ১১ হাজার ১৬টি স্যাম্পেল টেস্ট হয়েছে। মোট ৫ লক্ষ ৪১ হাজার ৮৮ টি টেস্ট ইতিমধ্যেই হয়েছে।

আনলক পরিস্থিতিতে বাইরে বেরলে অনেক বেশি সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও সমাজে উদাসীন মানুষের অভাব নেই। তাই প্রায়শই মাস্ক ছাড়া রাস্তায় বেরতে দেখা যাচ্ছে অনেককেই। বাধ্য হয়ে তাই কঠোর নিয়ম জারি করেছে রাজ্য সরকার। এবার থেকে মাস্ক না পরলে ফের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ওই ব্যক্তিকে। শুধু তাই নয়, ওই উদাসীন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে। এমনকী তাঁকে আদালতে গিয়ে মাস্ক না পরার কারণও বর্ণনা করতে হতে পারে। এখন দেখার নিয়ম জারি হওয়ার পরেও আদৌ ক’জন সচেতন হন।

[আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হতেই খুন SUCI নেতা, কুলতলি কাণ্ডে প্রকাশ্যে নয়া তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement