সুমন করাতি, হুগলি: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে প্রাণ গিয়েছে তিনজনের। ওই ঘটনার পরেও হুঁশ ফেরেনি রেল কর্তৃপক্ষের। উত্তরপাড়া স্টেশনের জলের ট্যাঙ্কের দশাও তথৈবচ। অভিযোগ, জলের ট্যাঙ্কটি দীর্ঘদিন সংস্কার হয়নি। রেল কর্তৃপক্ষ উদাসীন বলেই অভিযোগ নিত্যযাত্রীদের।
হাওড়া-বর্ধমান মেন শাখার উত্তরপাড়া স্টেশন অত্যন্ত জনবহুল। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই উত্তরপাড়া স্টেশনের টিকিট কাউন্টারের পাশে একটি উঁচু টাওয়ারের উপরই রয়েছে জলের ট্যাঙ্কটি। নিত্যযাত্রীদের দাবি, দীর্ঘদিন সংস্কার হয়নি জলের ট্যাঙ্কের। প্রায়শয়ই ট্যাঙ্কের গা থেকে খসে পড়ছে চাঙড়। নিত্যযাত্রীদের দাবি, অবিলম্বে রেল কর্তৃপক্ষের জলের ট্যাঙ্কটি সংস্কার করা উচিত। সময়মতো সংস্কার না হলে বড়সড় বিপদ ঘটতে পারে বলেও আশঙ্কা। নিত্যযাত্রী রূপেশ ঘোষ, বরুণ দাসেরা জানান, কিছুদিন আগেই জলের ট্যাঙ্কের গা থেকে একটা বড় চাঙড় খসে পড়েছিল। খুব অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন কয়েকজন মানুষ। তা সত্ত্বেও রেল কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি বলেই অভিযোগ।
বুধবারই ব্যস্ত সময় বর্ধমান স্টেশনের ১৩৩ বছরের প্রাচীন জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বর্ধমান স্টেশনে রক্তারক্তি কাণ্ড ঘটে। প্রাণ হারান তিনজন। এই ঘটনা উত্তরপাড়া স্টেশনে যাতায়াতকারীদের আতঙ্ক আরও বাড়িয়েছে। কবে সংস্কার হবে জলের ট্যাঙ্কের, সে প্রশ্ন উত্তরপাড়া স্টেশন দিয়ে যাতায়াতকারীদের মুখে মুখে ফিরছে। তবে তা সত্ত্বেও নীরব রেল কর্তৃপক্ষ। কবে জলের ট্যাঙ্ক সংস্কার হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
ভিডিও দেখুন:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.