Advertisement
Advertisement

Breaking News

Howrah

৪ দিন পর স্বস্তি! ‘নির্জলা’ হাওড়ায় স্বাভাবিক জল সরবরাহ

বুধবার রাত থেকে হাওড়ার বিস্তীর্ণ এলাকায় বন্ধ ছিল জল সরবরাহ।

Water restored all over Howrah
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 23, 2025 7:49 pm
  • Updated:March 23, 2025 8:24 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ৪ দিন পর স্বস্তি। অবশেষে ‘নির্জলা’ হাওড়ায় স্বাভাবিক হল জল সরবরাহ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেরামতির কাজ শেষ হয়েছে। রবিবার সন্ধ্যেয় হাওড়ার যে এলাকায় জলের সমস্যা তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে। স্বস্তিতে এলাকার বাসিন্দারা। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও খানিকটা সময় লাগবে বলেই খবর।

বুধবার রাতে ঘটনার সূত্রপাত। আচমকাই হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে। অতি দ্রুত ধস ভয়াবহ আকার নেয়। পরবর্তীতে ফেটে যায় শিবপুর ও উত্তর হাওড়া কেন্দ্রের জল সরবরাহের মূল পাইপলাইন। চরম সমস্যায় পড়েন বাসিন্দারা। উত্তর হাওড়া-সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় জল সরবরাহ। এরপর পাশে দাঁড়ায় কলকাতা ও উত্তরপাড়া পুরসভা। ‘নির্জলা’ হাওড়ায় জলের ট্যাঙ্কার পাঠানো হয়। এসবের মাঝেই ওই ভাগাড় সংলগ্ন এলাকায় প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকাজুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়। একাধিক বাড়িতেও ফাটল নজরে পড়ে। গোদের উপর বিষফোঁড়ার মতো শনিবার বিকেল থেকে নতুন সমস্যা দেখা যায়। জানা যায়, মাটি থেকে বেরচ্ছে মিথেন গ্যাস। পাশেই গঙ্গা, ফলে নদীর জলে মিথেন গ্যাস মেশার সম্ভাবনা তৈরি হয়। যা দুশ্চিন্তা কয়েকগুণ বাড়ায়। 

Advertisement

এদিকে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় চলে মেরামতির কাজ। শনিবারই শিবপুর-সহ হাওড়ার একাংশে জল সরাবরাহ শুরু হয়। তবে উত্তর হাওড়ার ১৪ টি ওয়ার্ডে মিলছিল না জল। কেএমডিএ ও হাওড়া পুরসভার ইঞ্জিনিয়ারদের চেষ্টায় মেরামতির যাবতীয় কাজ শেষ হয় রবিবার। প্রশাসন সূত্রে খবর, এদিন সন্ধ্যেতেই গোটা হাওড়ায় জল সরবরাহ স্বাভাবিক হয়েছে। উল্লেখ্য, নতুন লাইন পাতার কারণে এদিন সকালে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের কাছে পাইপ লাইন মূল জায়গা থেকে সরে গিয়ে ফেটে যায়।  তার ফলে কয়েকটি জায়গায় সাময়িকভাবে জল বন্ধ হয়। তবে তাও সমাধান হয়ে গিয়েছে বলে খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub