Advertisement
Advertisement
COVID-19

করোনা ভাইরাস কি ঘাপটি মেরে রয়েছে? জানতে রাজ্যে বর্জ‌্য জলের নমুনা পরীক্ষা

দেশ জুড়েই এই সমীক্ষা শুরু হয়েছে।

Waste water samples will be tested in the state to find out the presence of COVID-19। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 18, 2023 9:39 am
  • Updated:February 18, 2023 9:40 am  

স্টাফ রিপোর্টার: করোনা আতঙ্ক দূর হয়েছে। সমাজ ফিরেছে পুরনো ছন্দে। কিন্তু সার্স কোভ-২ বা করোনা ভাইরাস (Coronavirus) কি পালিয়েছে? না ঘাপটি মেরে বসে আছে মানবদেহে? সময় সুযোগ পেলেই ফের আক্রমণ শানাবে? এই তথ‌্য জানতে দেশজুড়ে সমীক্ষা শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গেও নিকাশি জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার কাজ শুরু হবে।

করোনা ভাইরাস এখনও কতটা সক্রিয় তা জানতে দেশজুড়ে বর্জ‌্য ও পয়ঃপ্রণালীর জলের সমীক্ষা শুরু হচ্ছে। সমীক্ষা করছে কেন্দ্রীয় স্বাস্থ‌্যমন্ত্রক। সম্প্রতি নীতি আয়োগ কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত অালোচনা হয়েছে। অংশ নিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ‌্যমন্ত্রী। হঁাচি, কাশি থেকে করোনা ভাইরাস ছড়ায়। অার সর্দি-থুতু অথবা মানবদেহের রসের মধে‌্য তা বহাল তবিয়তে বেঁচে থাকে। পরীক্ষায় অন্তত এমনটাই ধরা পড়েছে। তাই পশ্চিমবঙ্গ-সহ দেশের সব রাজে‌্য বর্জ‌্য নিকাশি জলের সমীক্ষা শুরু হবে।

Advertisement

[আরও পড়ুন: মোদিকে নিয়ে মন্তব্য করে বিতর্কে মার্কিন ধনকুবের, কে এই জর্জ সোরস?]

কেন্দ্রীয় নির্দেশ মেনে ইতিমধে‌্যই স্বাস্থ‌্য দপ্তর কলকাতা-সহ পুর ও নগরোন্নয়ন দফতর এবং কেএমডিএকে কেন্দ্রের প্রস্তাব জানিয়েছে। স্বাস্থ‌্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা পুরসভা-সহ রাজে‌্যর সব পুরসভাকে বর্জ‌্যজলের নমুনা সংগ্রহ করতে হবে। পাঠাতে হবে কল‌্যাণীর ন‌্যাশন‌্যাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক‌্যাল জিনোমিক্স। কেন্দ্রীয় সংস্থার ল‌্যাবরেটরিতে অপরিস্রুত জলের নমুনা পরীক্ষা করে দেখা হবে সার্স কোভ-২ ভাইরাস এখনও সক্রিয় কি না। অর্থাৎ কোনও স্ট্রেন রয়েছে কি না।

এক বিশেষজ্ঞর কথায়, ‘‘ভাইরাস দ্রুত সংক্রমিত হয় শরীরে থাকা জলীয় পদার্থের মাধ‌্যমে। তাই বর্জ‌্যজলের ট্রিটমেন্ট প্ল‌্যান্ট থেকে নমুনা সংগ্রহ করে কোল্ড চেন পদ্ধতিতে নিয়ম মেনে পাঠানো হবে কল‌্যাণীতে। কোনও জলের নমুনায় কোভিড ভাইরাসের কোনও স্ট্রেন পাওয়া যেতে পারে যা এখনই হয়তো বিপজ্জনক নয়। কিন্তু ভবিষ‌্যতে যে তা থেকে ফের করোনার ঢেউ অাছড়ে পড়বে না তার কোনও গ‌্যারান্টি নেই। তাই বিপদ অাসার অাগেই যুদ্ধের প্রস্তুতি শুরু করতেই এই কমর্সূচি হাতে নিল কেন্দ্র। ইতিমধ্যেই দেশের কয়েকটি মেট্রোপলিটন শহরে নিকাশি জলের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে।

[আরও পড়ুন: ‘স্বচ্ছতা জরুরি’, আদানি ইস্যুতে কেন্দ্রের ‘বন্ধ খামে’র শর্ত খারিজ সুপ্রিম কোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement