Advertisement
Advertisement
drug

সর্ষের মধ্যেই ভূত! জেলের বন্দিদের মাদক পাচার করছে খোদ ওয়ার্ডেন

বাঁকুড়ার ধৃত ওয়ার্ডেনকে পুলিশি হেফাজতে পাঠাল আদালত।

Warden from Bankura Jail arrested for supplying drug

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:June 20, 2020 7:03 pm
  • Updated:June 20, 2020 7:03 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: জেলের মধ্যেই আচমকাই অসুস্থ হয়ে পড়ে এক বন্দি। তার চিকিৎসা করতে গিয়ে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। ডাক্তাররা জানান, অতিরিক্ত মাদকের (Drug) প্রভাবে অসুস্থ হয়ে পড়েছে সে। কিন্তু জেলের মধ্যে মাদক এল কোথা থেকে? কে বন্দিদের নেশার সামগ্রী জোগান দিচ্ছে়? তদন্তে নামতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল। দেখা গেল, আরে এ যে সর্ষের মধ্যে ভূত!

সংশোধনাগারের অন্দরে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার খোদ সংশোধনাগারের ওয়ার্ডেন। শুক্রবার রাতে বাঁকুড়া (Bankura) সংশোধনাগারে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ধৃত ওয়ার্ডেনের নাম দেবব্রত ভৌমিক। তাকে শনিবার আদালতে তোলা হয়। তাকে আট দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

[আরও পড়ুন : ‘অর্ধেক রুটি খেয়েও বদলা চায় মানুষ, সরকার যেন বোকা না বানায়,’ বলছেন অধীর]

জেল সূত্রে খবর, খড়পুরের মাফিয়া শ্রীণু নাইডু খুনের ঘটনায় অভিযুক্ত মোটা রাজা নামে এক অভিযুক্ত বাঁকুড়ার জেলেই রয়েছে। গত কয়েকদিন আগে সে আচমকাই অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, জেলবন্দি ওই অভিযুক্ত হেরোইন জাতীয় মাদক অতিরিক্ত মাত্রায় নেওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছিল। এরপরই টনক নড়ে জেল কর্তৃপক্ষের।

[আরও পড়ুন : ফাঁকা ফ্ল্যাটে উদ্দাম যৌনতা, টাকা বেশি চাইতেই খুন যৌনকর্মী]

জেলবন্দি আসামীর কাছে এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে এল, তা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়। তদন্তে নামে জেল কর্তৃপক্ষ। সংশোধনাগার সূত্রে খবর, শুক্রবার রাতে ধৃত ওই ওয়ার্ডেনকে সংশোধনাগারে মাদক পাচারের সময় হাতে নাতে ধরে তদন্তকারী পুলিশের দল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement