সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শুধু রাজনীতিবিদ নন, অনেকের স্বপ্নের নায়ক। সেই ‘খোকাবাবু’, যে ‘চ্যালেঞ্জ’ নিতে ভালোবাসে। আবার যাঁকে দেখলে ‘পরাণ যায় জ্বলিয়া রে’। তাই তো ভোট প্রচারে দেব (Dev) আসবেন শুনে গোলাপ হাতে অপেক্ষা করছিলেন সুন্দরী তরুণী। দর্শন তো হলই, খোদ তারকা শেয়ার করলেন ভিডিও। তাতেই যেন ‘বাম্পার লটারি’ পেয়ে গিয়েছেন ইশিকা রাউত।
গত কয়েকদিনে বালুরঘাট, রায়গঞ্জে প্রচার করেছেন দেব। সেখানকার এক প্রচারেই ঘটেছে এই ঘটনা। বান্ধবীকে নিয়ে দেবের প্রচারে গিয়েছিলেন ইশিকা। জানান, কোনও নির্দিষ্ট দলের জন্য নয় শুধুমাত্র দেবের টানেই তাঁরা প্রচারে যাচ্ছেন। দেব তাঁদের ছোটবেলার ক্রাশ, সেকথাও জানান। এর পরই মাহেন্দ্রক্ষণ। ফুলে সাজানো ট্যাবলোয় প্রচার করছিলেন দেব। গোলাপ হাতে দাঁড়িয়েছিলেন ইশিকারা। দেবের নজর পড়তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন।
গল্প সেখানেই শেষ হয়নি। সিনেমার ভাষায় বলতে গেলে, ‘পিকচার আভি বাকি হ্যায়’। ডিজিটাল ক্রিয়েটর ইশিকা। দেবের সঙ্গে হওয়া এই সাক্ষাৎপর্ব নিয়ে তৈরি করেছিলেন রিল। পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। সেই ভিডিও আবার ইনস্টা স্টোরিতে রি-পোস্ট করেন দেব। ব্যস! খুশিতে আত্মহারা ইশিকা। “ও মাই গড! দেব আমার ভিডিও রি-পোস্ট করেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না”, সুখবর জানিয়ে লেখেন তিনি।
View this post on Instagram
উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’বারের তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে। তাঁকে দেখার জন্য উপচে পড়ছে ভিড়। মানুষ এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.