Advertisement
Advertisement
বারাসত কলেজ, চটুল গান, উদ্দাম নৃত্য, Barasat college

বসন্তোৎসবে চটুল গানে উদ্দাম নাচ কলেজ পড়ুয়াদের, ভাইরাল ভিডিও

বারাসত কলেজের এই ঘটনার সমালোচনায় সরব সংস্কৃতিমনস্করা৷

'Vulgar dance' in Barasat college, video goes viral on social media
Published by: Sayani Sen
  • Posted:March 30, 2019 4:49 pm
  • Updated:March 30, 2019 5:33 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ক্লাস চলাকালীন বসন্তোৎসবের আয়োজন করে ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য পড়ুয়াদের৷ ফের বিতর্কে বারাসত কলেজ৷ এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কলেজের ভিতর এহেন অনুষ্ঠান অপসংস্কৃতি ছাড়া আর কিছু নয় বলেই দাবি সংস্কৃতিমনস্কদের৷

[ আরও পড়ুন: কমিশনকে থোড়াই কেয়ার! ভোটপ্রচারে অনুব্রতর দাওয়াই ‘নকুলদানা’]

ক্যালেন্ডারের হিসাবে বসন্ত এখনও যায়নি৷ তবে আবহাওয়ায় তা বোঝা দায়৷ ভ্যাপসা গরমে ত্রাহি ত্রাহি রব উঠল বলে! বসন্তোৎসবও কেটে গিয়েছে প্রায় সপ্তাহখানেক আগেই৷ কিন্তু তা বলে যে উৎসব এক্কেবারে পাঁজিপুঁথি মেনে পালন করতে হবে, তেমন তো কোথাও লেখা নেই৷ তাই নির্দিষ্ট দিনের পরিবর্তে গত শুক্রবার বারাসত কলেজে বসন্তোৎসবের আয়োজন করা হয়৷ তাতে অংশ নেন কলেজের প্রায় সকলেই৷ একে অপরকে আবির মাখিয়ে দিব্যি রঙের উৎসবে মেতে উঠেছিলেন ছাত্রছাত্রীরা৷ এক্কেবারে এক টুকরো শান্তিনিকেতনই যেন উঠে এসেছিল বারাসত কলেজে৷ এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি প্রায় পুরোটাই বদলে যায়৷ সশব্দে বাজতে শুরু করে ডিজে৷ হিন্দি কলির সঙ্গে কোমর দোলাতে থাকেন পড়ুয়ারা৷ প্রায় ঘণ্টাখানেক ধরে চলতে থাকে উদ্দাম নৃত্য৷ কলেজের মাঠে যখন একদল ছাত্রছাত্রী নাচ-গানে ব্যস্ত তখন ক্লাস চলছিল৷ তাই হুজুগেদের এহেন কার্যকলাপে বিরক্ত হন অন্যান্য ছাত্রছাত্রী-সহ অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ৷ 

Advertisement

[ আরও পড়ুন: ১০০ দিনের কাজে ভারতসেরা মমতার বাংলা, অনেক পিছিয়ে মোদির গুজরাট]

ছাত্র সংঘর্ষ-সহ একাধিক ঘটনায় বারবারই অভিযোগের তালিকায় নাম জড়িয়েছে বারাসত কলেজের৷ পড়ুয়াদের উচ্ছৃঙ্খলতার নিরিখে সরস্বতী পুজোর পর বসন্তোৎসবেও শিরোনামে জায়গা করে নিল এই কলেজ৷ উদ্দাম নাচের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ শিক্ষাঙ্গনে পড়ুয়াদের এহেন কার্যকলাপ মোটেও ভাল চোখে দেখছেন না সংস্কৃতিমনস্করা৷ অপসংস্কৃতি ছাড়া এ যে আর কিছুই নয় তাও বলতে ছাড়েননি শিক্ষাবিদরা৷ কলেজ কর্তৃপক্ষের দাবি, কাউকে কিছু না জানিয়েই নাকি বসন্তোৎসবের নাম করে এমন চটুল নাচগানের আসর বসিয়েছিল পড়ুয়ারা৷ যদিও বসন্তোৎসবে অংশগ্রহণকারী পড়ুয়াদের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement