Advertisement
Advertisement

বীরভূমে আবর্জনার মধ্যে মিলল কয়েকশো ভোটার কার্ড

তদন্তের দাবি বিজেপির।

Voters card found dumped in garbage in Birbhum
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 10, 2018 10:12 am
  • Updated:May 10, 2018 10:12 am  

নন্দন দত্ত, সিউড়ি: বিডিও অফিস চত্বরে মিলল কয়েকশো ভোটার কার্ড। পুকুর পারে আবর্জনার মধ্যে কার্ডগুলি পড়েছিল। ভোটার কার্ড উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংবাদমাধ্যম কার্ডের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করতেই সেগুলি কুড়িয়ে নেন বিডিও অফিসের কর্মীরা।

[বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৯,৭৪৬টি ভোটার কার্ড, বিজেপি-কংগ্রেস চাপানউতোর শুরু]

Advertisement

মঙ্গলবার সকালে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের সামনে পুকুর পাড়ে আবর্জনার মধ্যে কয়েকশো ভোটার কার্ড দেখতে পান এলাকার মানুষ। অধিকাংশ কার্ডই ময়ূরেশ্বর-১ নম্বর ব্লক এলাকার বিভিন্ন অঞ্চলের ভোটারদের। আবর্জনার মধ্যে ভোটার কার্ড পরে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় বলেন, “বিভিন্ন স্কিমে টাকা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতারা মানুষের কাছ থেকে কার্ড নিজেদের হেফাজতে রেখেছিল। এই কাজ তাদেরই। তারপরে সেই কার্ডগুলি রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয় লোকেরা। বিজেপির তরফ থেকে এই ঘটনার তদন্তের দাবি করছি”।

ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন, “কারা ফেলেছে আমার জানা নেই। তবে বিরোধীদের অভিযোগ ঠিক নয়। কারা কার্ড ফেলেছে তা তদন্ত করা উচিত। অফিসের সামনে কার্ড পরে থাকলেও কিছুই জানেন না বিডিও সুশান্ত বসু। তিনি বলেন, “আমার জানা নেই”। যদিও সংবাদমাধ্যমের ছবি তোলা দেখে অফিসের কর্মীদের দিয়ে কার্ডগুলি কুড়িয়ে নেন বিডিও। তবে কারা ওই কার্ড ফেলে গিয়েছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, বুধবার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল নয় হাজারেরও বেশি ভোটার কার্ড। যা নিয়েই ইতিমধ্যেই বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এহেন ঘটনায় তোলপাড় পড়ে যায় ওই রাজ্য।

[তিলোত্তমার মানবিক মুখ, পথচারীদের তৎপরতায় বাঁচল বৃদ্ধের জীবন ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement