Advertisement
Advertisement

Breaking News

বিশ্ব হিন্দু পরিষদ

লক্ষ্য মেরুকরণ, এবার তিনদিন জন্মাষ্টমী পালনের ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের

রাজ্যজুড়ে হবে দেড় হাজারের মতো অনুষ্ঠান, পাঁচশো শোভাযাত্রা৷

Viswa Hindu Parishod to celebrate Janmastami across the state
Published by: Tanujit Das
  • Posted:July 31, 2019 4:58 pm
  • Updated:August 1, 2019 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন নয়, মেরুকরণের স্বার্থে এবার গোটা রাজ্যে তিনদিন জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ৷ শ্রীকৃষ্ণের জন্মদিন পালনে আগেরবার যেখানে ৭০০টির মতো অনুষ্ঠানের আয়োজন করেছি্ল সংগঠনটি, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে দেড় হাজারেরও বেশি৷ সূত্রের খবর, বড় ধরনের অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে ছোট ও মাঝারি আকারের আয়োজনের পরিসংখ্যান৷ বাড়ছে শোভাযাত্রার সংখ্যাও৷

[ আরও পড়ুন: সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান, সাহিত্যিকের নামে নামকরণ হচ্ছে কলকাতার এই রাস্তার ]

Advertisement

ভিএইচপি সূত্রে খবর, আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট যথাক্রমে রাজ্যজুড়ে এই জন্মাষ্টমীর অনুষ্ঠান করতে চাইছে তাঁরা৷ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচশোটি ছোট-বড়-মাঝারি শোভাযাত্রা৷ এর কারণ, হিসাবে তাঁদের শক্তিবৃদ্ধিকেই মান্যতা দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ কর্তারা৷ তাঁদের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এ রাজ্যে হিন্দুদের সংগঠিত হতে দেখা গিয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে কোনও কোনও ক্ষেত্রে এর ছাপ পড়লেও, লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গিয়েছে৷ সেই সংখ্যাগরিষ্ঠ শ্রেণিকে একজোট রাখতেই এই প্রচেষ্টা বলে মত সংগঠনের৷ রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে ভিএইচপির অভিযোগ, তৃণমূল শাসনে রাজ্যে বাড়তে শুরু
করেছে জেহাদি কার্যকলাপ, হিন্দুদের উপর অত্যাচার এবং সংখ্যালঘু তোষণ। সেজন্যই হিন্দু সমাজকে সংগঠিত হওয়ার ডাক দিয়েছে সংগঠনটি৷ তাই জন্মাষ্টমীর দিন পুজার্চনা, সেমিনার ও শোভাযাত্রার সংখ্যা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত সংগঠনের৷

[ আরও পড়ুন: পুজো কমিটির দখল ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত রাসবিহারী অ্যাভিনিউ ]

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই রাজ্যজুড়ে বেড়েছে গেরুয়া শিবিরের প্রভাব৷ রামনবমী থেকে শুরু করে জন্মাষ্টমী ও হনুমান জয়ন্তী, গোটা রাজ্যে এই ধরনের অনুষ্ঠান পালনের বহর বেড়েছে৷ হয়েছে অস্ত্র মিছিল৷ ক্ষমতা বাড়িয়েছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ যার প্রমাণ পাওয়া গিয়েছে লোকসভা নির্বাচনে৷ এক ধাক্কায় দুই থেকে এরাজ্যে বিজেপির আসন সংখ্যা আঠারোতে পৌঁছে গিয়েছে৷ এবার বিজেপির লক্ষ্য ২০২১-এর বিধানসভা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement