নিজস্ব সংবাদদাতা, বোলপুর: এবছর শান্তিনিকেতনের বসন্তোৎসবে আশ্রমের ঐতিহ্য ও শৃঙ্খলা কড়া হাতে নিয়ন্ত্রণের জন্য বহিরাগতদের জন্য শুক্রবার একাধিক নিষেধাজ্ঞা জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ মূলত কলা ভবন ও সংগীত ভবনের সামনে খোলা জায়গায় উৎসবের দিন সন্ধ্যাবেলায় বহিরাগত পর্যটকরা এসে নানা অনুষ্ঠান করতেন৷ কখনও কখনও সেই উৎসবের নেপথ্যে থাকতেন বিশ্বভারতীর প্রাক্তনীরাও৷ অতীত অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, এই ধরনের অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা এবং অসামাজিক কার্যকলাপ হয়৷ কিন্তু বহিরাগত হওয়ায় তাঁদের বিরুদ্ধে বিশ্বভারতী কোনও ব্যবস্থা নিতে পারে না৷ তাই এবার আগাম সতর্কতা নিয়েই এদিন নিষেধাজ্ঞা জারি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷
বিশ্বভারতীর অভিযোগ, সন্ধ্যার অনুষ্ঠানে বহিরাগতরা রবীন্দ্র সংগীতের পাশাপাশি হিন্দিগান এবং নৃত্য করেন৷ কর্তৃপক্ষ মনে আশ্রমের পরিবেশের পরিপন্থী৷ উৎসবের দিন সকাল সাড়ে এগারোটার পর আশ্রম চত্বর খালি করে দিতে হবে৷ এরপর সেখানে আর প্রবেশ করা যাবে না৷ এছাড়াও বৈতালিক ও পরের দিন বসন্তোৎবের মূল দুই অনুষ্ঠানের পর এতদিন শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ভবনে ও প্রাক্তনীরা যে অনুষ্ঠান করতেন৷ সেই সমস্ত অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করল বিশ্বভারতী৷ মূলত ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শনিবার সন্ধ্যায় পাঠভবন চত্বরে বৈতালিকের মাধ্যমে দোল উৎসবের সূচনা হবে৷ পরদিন সকালে ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল…’ গান দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.