Advertisement
Advertisement

Breaking News

সেপ্টেম্বর থেকেই অনলাইনে কেনা যাবে রবীন্দ্র রচনাবলী

আমাজনে ১০০টির বেশি বই বিক্রির সিদ্ধান্ত বিশ্বভারতীর৷

Visva Bharati offers Rabindranath Tagore’s creation online

ছবি; রাজা ভকত

Published by: Tanumoy Ghosal
  • Posted:August 29, 2018 2:11 pm
  • Updated:August 29, 2018 2:11 pm  

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: তিনি বিশ্বকবি৷ তাঁর খ্যাতি দেশকালের সীমানার উর্ধ্বে৷  বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা রবীন্দ্রপ্রেমীদের হাতে তাঁর লেখা পৌঁছে দিতে এবার অনলাইন বাজারকে মাধ্যম করতে চলেছে বিশ্বভারতী৷ অ্যামাজনে পাওয়া যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১০০টিরও বেশি জনপ্রিয় ও দুর্লভ বই৷ ভারতের বিভিন্ন বড় শহরের বিখ্যাত বইয়ের দোকানগুলিতেও বিক্রি হবে বিশ্বভারতীর গ্রন্থনবিভাগের প্রকাশিত একাধিক বই৷ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে চায় সারা বিশ্বের মানুষ৷ তাই সকলেই কাছে রবীন্দ্র রচনাবলী পৌঁছে দিতেই গ্রন্থন বিভাগের এই উদ্যোগ৷”

[ প্রেমের টানে ইউক্রেন থেকে আরামবাগ ছুটে এসেও স্বপ্নভঙ্গ বিদেশিনীর]

Advertisement

কপিরাইট উঠে যাওয়ার পর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখন বিভিন্ন প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত হচ্ছে৷ কিন্তু, কম তো দূর অস্ত, বরং বিশ্বভারতী থেকে প্রকাশিত কবিগুরুর বইয়ে চাহিদা দিন দিন বাড়ছে৷ কিন্তু, কলকাতায় গ্রন্থন বিভাগ এবং শান্তিনিকেতনের একটি কাউন্টারে বিশ্বভারতী থেকে প্রকাশিত বই পাওয়া যায়৷ ফলে ইচ্ছে থাকলেও রবীন্দ্রপ্রেমীরা বিশ্বভারতীর প্রকাশিত বই কিনতে পারেন না৷ গত বাইশে শ্রাবণ থেকে কলকাতার স্টারমার্কের বিভিন্ন বিপণি থেকে বিশ্বভারতীর বই বিক্রি শুরু হয়েছে৷ এবার অনলাইনে বই বিক্রি করার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী৷ ক্রেডিটে বই বিক্রি করার কোনও ব্যবস্থা নেই বিশ্বভারতীতে৷ তাই আমাজনে বিশ্বভারতীর বইগুলি বিক্রি করবে এমিউজ নামে একটি সংস্থা৷ মঙ্গলবার কলকাতায় গ্রন্থনবিভাগের দপ্তরে এমিউজ-এর সঙ্গে বিশ্বভারতী গ্রন্থন বিভাগ একটি চুক্তি স্বাক্ষরিত হল৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত ভট্টাচার্য, গ্রন্থন বিভাগের ভারপ্রাপ্ত ডিরেক্টর অমৃত সেন, রবীন্দ্রভবনের প্রধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা৷

আপাতত গীতাঞ্জলি, গীতবিতান, রবীন্দ্র রচনাবলী, উপন্যাস সমগ্র, নাট্য সমগ্র, জীবনস্মৃতি, স্বরবিতান-সহ প্রায় ১০০টির বেশি বই পাওয়া যাবে অনলাইনে৷ সেপেম্বরের মাঝামাঝিতে থেকে ই-কর্মাস সাইট আমাজন থেকে রবীন্দ্র রচনাবলী কেনা যাবে৷ মিলবে রবীন্দ্র রচনাবলীর ইংরেজি অনুবাদও৷

[ মৃদু কম্পনই ভয়ের, ভূগর্ভে লুকিয়ে বড়সড় ভূমিকম্পের বীজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement