Advertisement
Advertisement
Visva Bharati gets more time, Amartya Sen's controversy remains

Amartya Sen: আরও সময় চাইল বিশ্বভারতী, মিউটেশনের শুনানিতে কাটল না অমর্ত্যর জমিজট

মিউটেশনের শুনানির শুরুতে দু'পক্ষের আইনজীবী সামান্য বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

Visva Bharati gets more time, Amartya Sen's controversy remains । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 20, 2023 5:44 pm
  • Updated:February 20, 2023 5:44 pm  

নন্দন দত্ত, সিউড়ি: মিউটেশনের শুনানিতেও কাটল না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমিজট। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত জমি বেআইনিভাবে দখলের চেষ্টা করছেন তিনি। যদিও তাঁর আইনজীবী সেকথা মানতে নারাজ। নিয়ম বহির্ভূত সামান্য জমিও অমর্ত্য নিতে চান না বলেই জানান তাঁর আইনজীবী।

সোমবার নির্দিষ্ট সময়মতো বিএলআরও অফিসে যান অমর্ত্য সেন (Amartya Sen)। সঙ্গে যান তাঁর আইনজীবীরা। বিএলআরও অফিসে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অশোক মাহাতো, আইনজীবী সুচরিতা বিশ্বাস-সহ অন্যান্যরা। মিউটেশনের শুনানির শুরুতে দু’পক্ষের আইনজীবী সামান্য বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাসের দাবি, বিশ্বভারতীর অধীনস্থ জমির পরিমাপ ১.৩৮ ডেসিম্যাল। ১.২৫ ডেসিম্যাল জমি অমর্ত্যর। নিয়ম বহির্ভূতভাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অতিরিক্ত জমির মিউটেশন করাতে চান বলেই দাবি তাঁর।

Advertisement

[আরও পড়ুন: তেহট্টে সমবায় নির্বাচনে ফের জয়ী বামেরা, খাতাই খুলতে পারল না বিজেপি]

যদিও বিশ্বভারতীর আইনজীবীর এই অভিযোগ মানতে নারাজ অমর্ত্য সেনের আইনজীবীরা। তাঁরা জানান, অমর্ত্য সেন কোনওভাবেই অন্যের জমি নিতে চান না। যতটুকু তাঁর, ঠিক ততটুকুই মিউটেশন করার কথা বলেছেন তিনি। মিউটেশনের পরবর্তী শুনানি আবার কবে হবে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না অমর্ত্যর আইনজীবী। কারণ, বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছুটা সময় চেয়ে নিয়েছে। তারা পরবর্তী সময় দিলে আবারও শুনানি হবে।

উল্লেখ্য, বিশ্বভারতীর তরফে জমি নিয়ে আপত্তি জানিয়ে তিন-তিনবার নোটিস পাঠানো হয় অমর্ত্য সেনকে। এসব বিতর্কের মাঝে গত ১১ তারিখ বোলপুর বিএলআরও (BLRO) অফিসে যান অমর্ত্য সেনের প্রতিনিধি। নোবেলজয়ী নিজের নামে জমি মিউটেশন করাতে চান বলে আবেদন জানানো হয়। সেই অনুযায়ী এদিন মিউটেশনের শুনানি হয়। তা সত্ত্বেও কাটল না জমিজট।

[আরও পড়ুন: পুরুলিয়ার জেল হেফাজতে মৃত্যু শবর যুবকের, ২৫ বছর পর সাজা প্রাক্তন ওসির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement