Advertisement
Advertisement
Viral Video

পুলিশের কড়া নজরদারি, বিয়ের আসরে এলেনই না জয়ন্ত ঘনিষ্ঠ ‘দুষ্কৃতী’ রাহুল

সূত্রের খবর, লুকিয়ে মনের মানুষের সঙ্গে রাহুল সকালেই বিয়ে সেরে ফেলেছিলেন, কলকাতার ভবানীপুর এলাকার কোনও এক মন্দিরে।

Viral Video: close aide of Jayanta Sigha in Kamarhati did not attend marriage as police may arrest him

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:July 13, 2024 9:42 pm
  • Updated:July 14, 2024 11:02 am  

অর্ণব দাস, বারাকপুর: আড়িয়াদহ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্যে। মদ্যপ অবস্থায় মা-ছেলেকে গণপিটুনি-সহ তালতলা স্পোর্টিং ক্লাবের ‘নারকীয়’ অত্যাচারের ভাইরাল ভিডিওর (Viral video) ঘটনায় গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত জয়ন্ত সিং (Jayanta Singha)। তবে জয়ন্তর আরেক শাগরেদ, অভিযুক্ত রাহুল গুপ্তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এখনও সে ফেরার। শুক্রবার তারই বিয়ের অনুষ্ঠান ছিল আড়িয়াদহের মিলনী ক্লাবে। সেখানে কনেপক্ষ উপস্থিত হলেও দেখা মিলল না বরের। যদিও সূত্রের খবর, পুলিশের চোখে ধুলো দিয়ে অনুষ্ঠানের আগেই বিয়ে সেরেছে ফেলেছিল রাহুল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কনে পক্ষের তরফে বিয়ের অনুষ্ঠানের (Marriage Hall) জন্য মাস চারের আগে বুক করা হয়েছিল মিলনী ক্লাব। অনুষ্ঠানের তারিখ ঠিক হয় ১২জুলাই, শুক্রবার। সেইমতো সকাল থেকেই শুরু হয় প্রস্তুতি। মিলনী ক্লাবে কনের বসার জায়গা থেকে শুরু করে সাজানো হয় গোটা বিয়ে বাড়ি। এদিকে, পুলিশের তরফেও অভিযুক্ত বর (Groom) রাহুল গুপ্তাকে পাকড়াও করতে নজরদারি রাখা হয়েছিল বিয়েবাড়িতে।

Advertisement

[আরও পড়ুন: দুধ না দুগ্ধজাত খাবার, কোনটা বেশি ভালো? জানালেন বিশেষজ্ঞ]

সন্ধ্যা নামতেই নববধূ, কনে পক্ষ-সহ নিমন্ত্রিতরা হাজির হন সেখানে। কিন্তু দেখা পাওয়া যায়নি বরের। রাহুল বা তার পরিবারের কেউ বিয়েবাড়িতে উপস্থিত হয়নি। সূত্রের খবর, লুকিয়ে মনের মানুষের সঙ্গে রাহুল সকালেই বিয়ে সেরে ফেলেছিলেন, কলকাতার ভবানীপুর (Bhawanipore) এলাকার কোনও এক মন্দিরে। যদিও পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে।

[আরও পড়ুন: ১৩ জুলাইয়ের ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফেরাল ইস্টবেঙ্গল, স্মৃতিমেদুর ৯৭-এর গোলদাতা নাজিমুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement