ছবি প্রতীকী
আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: প্রশাসন ও রাজনৈতিক দলগুলি চেষ্টার কোনও কসুর করছে না৷ তবুও ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই৷ বোমাবাজি, গুলি চালনা যেন সেখানকার নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রক্তপাত৷ যার পুনরাবৃত্তি ঘটল শনিবার রাতেও৷ স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে লাগাতার বোমাবর্ষণ হয়েছে ভাটপাড়ার একাধিক এলাকায়৷ বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন এক মহিলা-সহ মোট আটজন৷ পরিস্থিতি সামাল দিতে এদিন রাত থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী৷ এখনও পর্যন্ত একজন সন্দেহভাজনকে পাকড়াও করা গিয়েছে৷ সমগ্র ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া-কাঁকিনাড়া চত্বর৷ এলাকায় তৈরি হয়েছে চরম আতঙ্কের পরিবেশ৷
[ আরও পড়ুন: রথের মেলা দেখাতে যাওয়ার নাম করে স্ত্রীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী ]
জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ প্রথমে বোমাবাজি শুরু হয় ভাটপাড়ার অন্তর্গত কাঁকিনাড়ার ৪ নম্বর গলির মোড়ে। এরপর গোটা এলাকায় তাণ্ডব শুরু করে দুষ্কৃতীরা৷ মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে৷ একসময় গন্ডগোল ছড়িয়ে পড়ে ভাটপাড়া মোড় পর্যন্ত। কার্যত দুষ্কৃতীদের হাতে চলে যায় গোটা এলাকা৷ স্থানীয় সূত্রে খবর, এরপরই এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী৷ সশস্ত্র অবস্থায় গোটা ভাটপাড়া-কাঁকিনাড়া চত্বরে টহলদারি চালান তাঁরা৷ গলিতে গলিতে ঢুকে নাকা তল্লাশি চালান হয়৷ স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে পুলিশ৷ এবং এরপর পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়৷ সূত্রের খবর, এই হঠাৎ তাণ্ডবে ছোটাছুটির সময় বোমার আঘাত গুরুতর জখম হন স্থানীয় এক মহিলা-সহ ৮ জন৷ আহতদের নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতাল এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে৷
পুলিশ সূত্রে খবর, এই বোমাবাজিতে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে৷ ধৃতের নাম মহম্মদ শাহাজাদা। গোটা ঘটনা নিঃসন্দেহে এলাকায় আবার আতঙ্কের পরিবেশ তৈরি করেছে৷ অন্যদিকে, কয়েক সপ্তাহ আগেও ভাটপাড়ায় যে সন্ত্রাসের আবহ ছিল, তা প্রতিরোধে বদ্ধপরিকর প্রশাসন৷ ওই অবস্থা যাতে আর ফিরে না আসে, সেদিকে নজর রাখছে পুলিশ৷ প্রসঙ্গত, বৃহস্পতি ও শুক্রবারও উত্তেজনা ছড়ায় ভাটপাড়া-কাঁকিনাড়া-জগদ্দল এলাকায়৷ ওই দু’দিন পুলিশের গুলিতে খতম হয় এলাকার দুই দুষ্কৃতী গোবর রাজু ও প্রভু সাউ৷ এছাড়া, পুলিশের দ্বারা আয়োজিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র ব্যাপক বোমাবাজি হয় এলাকায়৷
[ আরও পড়ুন: বিজেপি কর্মীর মায়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত হরিপাল, কাঠগড়ায় পুলিশ ও প্রশাসন ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.