Advertisement
Advertisement

Breaking News

আজও থমথমে ঢোলাহাট, নেমেছে ব়্যাফ

রবিবার ব্যবসায়ী খুনের প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ঢোলাহাট৷

Violent clashes between police and civilians at Dholahat

ছবি – বিশ্বজিৎ নস্কর

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 11:31 am
  • Updated:September 12, 2016 11:31 am  

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: আজও থমথমে দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাট এলাকা৷ রবিবার এক ব্যবসায়ীকে খুনের প্রতিবাদে থানায় ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ঢোলাহাট থানা চত্বর৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়৷ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে৷ জনতা-পুলিশের এই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পোঁচফল, বেলুনি, পশ্চিম ঢোলাপাড়া, বেনেপাড়ার বিস্তীর্ণ এলাকাও৷

ঘটনার সূত্রপাত ৪ সেপ্টেম্বর৷ ওই দিন ঢোলাহাট থানার লক্ষ্ণীনারায়ণপুরের ব্যবসায়ী রউব লস্করের মৃতদেহ উদ্ধার হয় ভাসানা গ্রামের একটি পুকুরের ধার থেকে৷ দুষ্কৃতীরা ব্যবসায়ীকে পরিকল্পনা করে খুন করেছে বলে অভিযোগ পরিবারের৷ ঘটনার পর এতদিন কেটে গেলেও দুষ্কৃতীরা কেন গ্রেফতার হয়নি, সেই দাবি তোলে ব্যবসায়ীর পরিবার৷ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রবিবার ঢোলাহাট থানায় ডেপুটেশন ও বিক্ষোভ দেখাতে যান ব্যবসায়ীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা৷

Advertisement

এই বিক্ষোভকে কেন্দ্র করে গন্ডগোল বাধে৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে উত্তেজিত জনতা৷ তিনটি মোটরবাইক, পুলিশের জিপ জ্বালিয়ে দেওয়া হয়৷ থানায় ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে৷ উত্তেজিত জনতা পোঁচফল, বেলুনি, পশ্চিম ঢোলাপাড়া, বেনেপাড়ার একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ৷ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়৷ বাসিন্দাদের দাবি, পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে৷ কয়েকজন আহত হয়েছেন৷ ঘটনায় কয়েকজন পুলিশকর্মীও আহত হন৷

পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে ছুটে যান জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরি৷ নামানো হয় ব়্যাফ, কমব্যাট ফোর্স৷ রাতভর এলাকায় টহল দিয়েছে পুলিশ৷ রাতে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর৷ জখম একাধিক৷ ঘটনার জেরে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement