Advertisement
Advertisement
বোমাবাজি

ভরতি ঘিরে উত্তপ্ত কল্যাণী কলেজ, বাইরে বোমাবাজিতে জখম ২ ছাত্র

সন্ধেবেলা কল্যাণী থানায় বিক্ষোভ কর্মসূচি এবিভিপি, স্থানীয় আরএসএস নেতৃত্বের৷

Violent clashes at Kalyani College, Bombs hurled, 2 injured
Published by: Sucheta Sengupta
  • Posted:July 19, 2019 6:06 pm
  • Updated:July 19, 2019 9:28 pm  

সুবীর দাস, কল্যাণী: প্রথম বর্ষের ভরতির জন্য ভেরিফিকেশন ঘিরে উত্তপ্ত হয়ে উঠ কল্যাণী কলেজ এবং সংলগ্ন এলাকা৷ কলেজের বাইরে বোমাবাজিতে জখম হলেন ভরতি হতে আসা দুই ছাত্র৷ তাঁরা কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন৷ মূলত টিএমসিপি-এবিভিপি সংঘর্ষেই এমন উত্তপ্ত পরিস্থিতি বলে অভিযোগ৷ আরও অভিযোগ, কল্যাণী থানার আইসির সামনেই এমন অশান্তি বাঁধলেও, তা সামাল দিতে তিনি ব্যর্থ৷ এর প্রতিবাদে এবিভিপি-র তরফে সন্ধেবেলা কল্যাণী থানা ঘেরাও করা হয়৷ সেইসঙ্গে থানা লাগোয়া রাস্তাও অবরোধ করেন বিক্ষোভকারীরা৷ ঘটনার খবর পেয়ে দিল্লি থেকে তড়িঘড়ি ছুটে আসেন এলাকার সাংসদ শান্তনু ঠাকুর৷

[আরও পড়ুন: বন্ধ হওয়ার মুখে বর্ধমানের মিষ্টি হাব, বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের]

পড়ুয়াদের ভরতি ঘিরে আগেও কলেজে কলেজে অশান্তির নজির রয়েছে এরাজ্যে৷ সেই তালিকায় নাম তুলল কল্যাণী কলেজ৷ শুক্রবার ছিল প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভরতির জন্য ভেরিফিকেশনের দিন৷ এদিন সকাল থেকে নতুন ছাত্রছাত্রীদের একাধিক সহায়তার জন্য কলেজ চত্বরে এবিভিপি-র তরফে ক্যাম্প করা হয়৷ কাজ চলছিল সেইমতো৷ অভিযোগ, আচমকা টিএমসিপি-র সদস্যরা লাঠি, বাঁশ হাতে এবিভিপি-র উপর চড়াও হয়৷ পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ৷

Advertisement

এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলেজের বাইরে ৮,১০টা বাইক নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী, যারা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ৷ কলেজের বাইরে শুরু হয় বোমাবাজি৷ প্রাণভয়ে ছুটে পালাতে থাকেন ছাত্রছাত্রীরা৷ তাতেই বোমার আঘাতে আহত হন ভরতি হতে আসা ২ ছাত্র৷ তাঁদের পায়ে গুরুতর ক্ষত হয়৷ তড়িঘড়ি ওই দুজনকে ভরতি করা হয় কল্যণীর জেএনএম হাসপাতালে৷

[আরও পড়ুন: সাতসকালে উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি, আলিপুরদুয়ারে আতঙ্কে বাসিন্দারা]

এই ঘটনার পর এবিভিপি-র তরফে আরও অশান্তি তৈরির অভিযোগ ওঠে৷ পুলিশের উদাসীনতার অভিযোগে এবিভিপির সদস্যরা পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে৷ এমনকী কল্যাণী থানার আইসি আহতদের দেখতে হাসপাতালে গেলে, তিনিও বিক্ষোভের মুখে পড়েন৷ এনিয়ে হাসপাতাল চত্বরেও অশান্ত পরিস্থিতি তৈরি হয়৷ এবিভিপি-র সঙ্গে পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হয় স্থানীয় আরএসএস নেতৃত্বও৷ সন্ধেবেলা তাঁদের কল্যাণী থানা ঘেরাও কর্মসূচি রয়েছে৷ তবে গোটা পরিস্থিতিতে আতঙ্কিত পড়ুয়ারা৷ এখন এই কলেজে ভরতি হওয়া নিয়েই সংশয়ে ভুগছেন প্রথম বর্ষে ভরতি হতে আসা ছাত্রছাত্রীরা৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement