সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত পুরুলিয়া৷ সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে সংঘর্ষের খবর৷ সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় জয়পুরের ঘাগড়া গ্রাম পঞ্চায়েতে৷ সেখানে পুলিশের গুলিতে এক বিজেপি সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ পুলিশের বিরুদ্ধে শাসকদলের হয়ে কাজ করার অভিযোগে তুলেছে গেরুয়া শিবির৷
[পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত দেগঙ্গা, তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর]
পুরুলিয়ার ঘাগড়া গ্রাম পঞ্চায়েতে আসনসংখ্যা এগারো৷ বিজেপি পেয়েছে চারটি আসন৷ তিনটি আসনে জিতেছেন শাসকদলের প্রার্থীরা৷ কংগ্রেস দুটি এবং সিপিএম ও ফরওয়ার্ড ব্লক একটি করে আসন পেয়েছে৷ ফলে ত্রিশঙ্কু হয় পঞ্চায়েতের ফলাফল৷সোমবার সকাল থেকে সমগ্র পুরুলিয়া জেলাজুড়েই বোর্ড গঠনের কাজ শুরু হয়েছে৷ অভিযোগ, বিরোধীদের বোর্ড গঠন করতে বাধা দেয় শাসকদল ও পুলিশ৷ পঞ্চায়েতে অফিসে ঢুকতে দেওয়া হয়নি বিরোধী দলের জয়ী প্রার্থীদের৷ প্রতিবাদে বিক্ষোভে দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ৷ কিন্তু, তাতে বিশেষ লাভ হয়নি৷ শেষপর্যন্ত পুলিশ গুলি চালায় বলে অভিযোগ৷ বিজেপির দাবি, পুলিশের গুলিতে তাদের দলের এক কর্মী মারা গিয়েছেন৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি৷ পঞ্চায়েত আইন অনুযায়ী, বোর্ড গঠন করতে গেলে এক তৃতীয়াংশ জয়ী সদস্যের উপস্থিতি জরুরি৷ ফলে বোর্ড গঠনের সময়ে যে দলের সদস্য সংখ্যা বেশি বা জয়ী প্রার্থীদের এক তৃতীয়াংশ হবে, সেই দলই বোর্ড গঠন করবে৷ বিজেপির অভিযোগ, নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতেই দলের জয়ী প্রার্থীদের বোর্ড গঠনের সময়ে পঞ্চায়েতে ঢুকতে দিচ্ছিলেন না তৃণমূল কর্মী-সমর্থকরা৷ প্রতিবাদ করায় উলটে তাদেরই আক্রান্ত হতে হয়৷ তাদের দলের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ৷
[বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র চোপড়া, মানিকচকে গুলিতে মৃত দুই তৃণমূল কর্মী]
সমগ্র বিষয়ে শাসকদল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও মণ্ডল সভাপতি রবিন সিং৷ তাঁদের উভয়েরই অভিযোগ, ত্রিশঙ্কু পঞ্চায়েতে তাঁদের শক্তি কম জেনেই, বলপূর্বক সেখানে বোর্ড গঠন করতে চাইছে শাসকদল৷ আর তাতে সহায়তা করছে পুলিশ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ পুরুলিয়া জেলা সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সভাপতি শান্তিরাম মাহাতো জানান, এমন কোনও ঘটনার কথা তাঁর কানে এসে পৌঁছায়নি৷ যদিও তিনি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.