Advertisement
Advertisement
মদন মিত্র

মদন মিত্রের সভা ঘিরে অগ্নিগর্ভ ভাটপাড়া, চলল বোমাবাজি-ভাঙচুর

বিক্ষোভের মুখে পড়লেন ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীও।

Violence in Bhatpara over Madan Mitra's bypoll rally
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 1, 2019 9:53 am
  • Updated:May 1, 2019 10:38 am  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: রাজ্যে শেষ দফায় লোকসভা ভোট ১৯ মে। সেদিনই আবার উপনির্বাচন রাজ্যের একটি বিধানসভা এলাকায়। মঙ্গলবার রাতে তৃণমূল প্রার্থী মদন মিত্রের জনসভাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল ভাটপাড়া। চলল ব্যাপক বোমাবাজি ও ভাঙচুর। ঘটনায় আহত হয়েছেন একজন।

[ আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব বর্ধমানে, দিনভর তেতে রইল আউশগ্রাম]

লোকসভা ভোটের মুখে দলবদলে বারাকপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন। নিয়ম মেনে ভাটপাড়ার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। আগামী ১৯ মে বিধানসভা উপনির্বাচন হবে ভাটপাড়ায়। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। আর বিজেপির প্রার্থী অর্জুন-পুত্র পবন সিং। মঙ্গলবার রাতে কাঁকিনাড়ায় আর্যসমাজ এলাকায় নির্বাচনী জনসভা ছিল মদন মিত্রের। সভাস্থলেই কাছে বিজেপির পার্টি অফিস। গেরুয়া শিবিরের অভিযোগ, জনসভায় বক্তব্য রাখার সময়ে এলাকার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা অর্জুন সিং-কে অশ্রাব্য গালিগালাজ করেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এমনকী, বিজেপি পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোঁড়েন তাঁর অনুগামীরা। সভা শেষে গাড়িতে ওঠার মুখে বিক্ষোভের মুখে পড়েন ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী। আর তিনি সভাস্থলে ছাড়তেই বিজেপি ও তৃণমল সমর্থকদের মধ্যে বোমাবাজি শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের সভামঞ্চে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বিজেপি সমর্থকরা। অগ্নিগর্ভ হয়ে ওঠে কাঁকিনাড়ার আর্যসমাজ এলাকা। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স। আসে দমকলও। রাতের দিকে ঘটবাস্থলে যান বারাকপুরের পুলিশ কমিশনার ও বিজেপি নেতা অর্জুন সিং।

Advertisement

[ আরও পড়ুন: বীরভূমের একটি বুথে ভোট পড়েছে ১০০ শতাংশ! অবাক রাজনৈতিক মহল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement