Advertisement
Advertisement

Breaking News

ভাটপাড়া

নতুন করে উত্তপ্ত ভাটপাড়া, পরপর বোমা বিস্ফোরণে আতঙ্কে স্থানীয়রা

ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন বারাকপুর কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা৷

Violence in Bhatpara again, bombs hurled, shots fired
Published by: Sayani Sen
  • Posted:July 1, 2019 12:27 pm
  • Updated:July 1, 2019 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে উত্তপ্ত ভাটপাড়া৷ রবিবার গভীর রাতে ভাটপাড়ার মানিকপীর এলাকায় বোমাবাজি হয়৷ বোমার শব্দে ফের আতঙ্ক দানা বেঁধেছে স্থানীয়দের মনে৷ নিরাপত্তার স্বার্থে এলাকায় রাতভর পুলিশি তল্লাশি জারি রাখা হয়৷ ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন বারাকপুর কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা৷ তবে এই ঘটনায় এখনও কেউই গ্রেপ্তার হয়নি৷ বোমাবাজির ঘটনায় তৃণমূল-বিজেপি দু’পক্ষের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷ 

[ আরও পড়ুন: ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তৃণমূল কর্মীকে খুন, থমথমে নারায়ণগড়]

ভোটের সময় থেকেই একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া৷ ইতিমধ্যেই তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের লড়াইতে প্রাণ হারিয়েছেন দু’জন৷ অশান্ত ভাটপাড়ায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন তৃণমূলের পরিষদীয় দলের প্রতিনিধিরা৷ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাটপাড়া, কাঁকিনাড়া৷ তারই মাঝে ফের নতুন করে অশান্তির ইঙ্গিত৷ এবার ঘটনাস্থল ভাটপাড়ার মানিকপীর এলাকা৷ রবিবার রাতে ওই এলাকায় দুটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ আচমকা গভীর রাতে বোমার শব্দে হতচকিত হয়ে যান স্থানীয়রা৷

Advertisement

[ আরও পড়ুন: মূক ও বধির মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অধরা অভিযুক্ত]

খবর দেওয়া হয় ভাটপাড়া থানায়৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ ঘটনাস্থলে যান বারাকপুর কমিশনারেটের নবনিযুক্ত কমিশনার মনোজ ভার্মা৷ তাঁর নেতৃত্বে রাতভর এলাকায় তল্লাশি চালান পুলিশকর্মীরা৷ বোমাবাজি চিহ্ন দেখতে পেয়েছেন পুলিশ আধিকারিকরা৷ তবে বোমা উদ্ধার করতে পারেননি তাঁরা৷ নতুন করে কে বা কারা অশান্তি তৈরির চেষ্টা করছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ গত রাতের বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি৷ ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় লেগেছে রাজনীতির রং৷ বিজেপির দাবি, তৃণমূল শীর্ষ নেতৃত্ব এলাকায় শান্তি ফেরানোর কথা মুখে বললেও, আদতে অশান্তি তৈরি করাই তাদের লক্ষ্য৷ তাই তৃণমূল নেতাকর্মীরাই ভাটপাড়ায় বোমাবাজি করিয়েছে৷ যদিও ঘাসফুল শিবির এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ এই ঘটনায় বিজেপি দায়ী বলেই অভিযোগ তাদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement