ব্রতীন দাস: পাহাড়ে বনধ বেআইনি। শুক্রবারই ঘোষণা করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। কিন্তু হিংসার রাজনীতি অব্যাহত রেখেছে মোর্চা। রাতভর দাজিলিংয়ের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় মোর্চাবাহিনী। স্থানীয় তৃণমূল সমর্থকদের বাড়িতে চড়াও হয় মোর্চা সমর্থকরা। হামলা করা হয়েছে পেট্রল বোমা দিয়ে। এমনই অভিযোগ জানালেন পাহাড়ে তৃণমূলের সাধারণ সম্পাদক বিন্নি শর্মা। তাঁর অভিযোগ, রাতে মদ্যপ অবস্থায় একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে তাণ্ডব চালায় মোর্চা সমর্থকরা। প্রথমে পাথর ও পরে পেট্রল বোমা ছোড়া হয়। অবিলম্বে দল বদলে মোর্চায় যোগ দেওয়ার হুমকি দেওয়া হয় তাঁদের। পুরো ঘটনা রাতেই পুলিশকে জানানো হয়েছে। শনিবারও এ নিয়ে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিন্নি শর্মা।
[পাহাড়ে বনধ বেআইনি, হাই কোর্টের নির্দেশে বেকায়দায় মোর্চা]
এদিকে শুক্রবার রাতে মোর্চার সহ-সম্পাদক বিনয় তামাংয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। ঘটনার তীব্র নিন্দা করে বিজ্ঞপ্তি জারি করেছেন বিনয় তামাং। তাঁর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ এনেছেন তিনি। কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা তামাং। প্রকাশ্যে দেখা মিলছে না মোর্চা সভাপতি বিমল গুরুংয়েরও। তবে গ্রেপ্তার করা হয় মোর্চার মিডিয়া উপদেষ্টা বিক্রম সিং রাইকে। পাহাড়ে অশান্তি ও উসকানি মূলক বার্তা ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিক্রমের বাবা অমর সিং রাইয়ের দাবি করেন, তাঁর ছেলে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। এই গ্রেপ্তারির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দেন মোর্চা বিধায়ক অমর সিং রাই। শনিবার অবশ্য জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় মোর্চার মিডিয়া উপদেষ্টাকে।
[আচমকা গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে ময়দানে হরকা]
শুক্রবার রাতেই বিজনবাড়ির পি ডব্লিউ ডি অফিসে আগুন লাগিয়ে দেয় মোর্চা। সরকারি কর্মীদেরও অফিসে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে ক্রমাগত। শনিবার সকাল থেকেই শিলিগুড়ি-কার্শিয়াং রোড অবরোধ করা হয়েছে। গতকাল পাতলেবাস এলাকায় গুরুংয়ের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে সিআরপিএফ ক্যাম্প তৈরি করা হয়। গেরিলা যুদ্ধনীতিতে প্রশিক্ষিত জওয়ানদের রাখা হয়েছে প্রহরায়। আজ সেখানেই অভিযানের ডাক দিয়েছে মোর্চা। এদিকে আজই নবান্নে পাহাড়ের উন্নয়ন পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, পাহাড়ের অশান্তি রুখতে বদ্ধপরিকর তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.