অরিজিৎ গুপ্ত, হাওড়া: কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের পর হাওড়ার বেলুড়ের লালবাবা কলেজ (Lalbaba College)। ফের উত্তপ্ত শিক্ষাঙ্গণ। ছাত্রীদের চুলোচুলির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। শেষমেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
ঠিক কী হয়েছিল? বৃহস্পতিবার কলেজ খোলার পরই বহিরাগত কয়েকজন যুবক ঢুকে পড়ে। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নাম করে ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়। তাতে কয়েকজন ছাত্রছাত্রী বাধা দিতে যায়। তারপরই তাঁদের উপর হামলা চালানো হয়। কলেজে বহিরাগতদের হামলার জন্য কলেজ কর্তৃপক্ষের তরফে বালি থানায় অভিযোগও দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পল্টু দাস নামে কলেজের পঞ্চম সেমেস্টারের এক ছাত্রের অভিযোগ, এদিন কলেজ খোলার পরই অন্তত ১০০ জন বহিরাগত যুবক কলেজের ভিতর নিরাপত্তরক্ষীকে ঠেলে ঢুকে পড়ে। তারপর কলেজের ইউনিয়ন দখল করতে যায়। তাতে বাধা দিতে গেলে কয়েকজন ছাত্রছাত্রীকে বেধড়ক মারধর করা হয়। দু’পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়ে যায়।
কলেজে মোতায়েন হওয়া পুলিশের সামনেই গোটা ঘটনাটি ঘটে। এই প্রসঙ্গে লালবাবা কলেজের অধ্যক্ষ সঞ্জয় কুমার জানান, ইউনিয়ন দখল করতে বহিরাগত কয়েকজন যুবক কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের উপর হামলা চালায়। বালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকে কড়া আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দেখে তবেই কলেজে ঢুকতে দেওয়ার মতো কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.