ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে দুষ্কৃতীদের তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার আমডাঙা। ভাঙচুর করা হল বাইকের শোরুমে, বোমা পড়ল স্কুলেও! ঘটনার অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। প্রতিবাদে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে দুটি বাইকের শোরুম। ওই দুই শোরুমে মালিক আবার সম্পর্কে কাকা-ভাইপো। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘক্ষণ ধরে এলাকায় একচেটিয়া ব্যবসা করছিলেন তাঁরা। সম্প্রতি ওই এলাকায় আরও একটি শোরুম চালু হয়। নতুন শোরুমের মালিকের সঙ্গে কাকা ও ভাইপোর বিবাদ চরমে ওঠে। বুধবার সকালে এলাকায় নতুন যে শোরুমটি চালু হয়েছে, সেখানে ভাঙচুর চালাতে শুরু করে স্থানীয় এক দুষ্কৃতী ও তার দলবল। মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে এলাকায়। এমনকী, আমডাঙা হাই স্কুলের দেওয়াল লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। আতঙ্কে দীর্ঘক্ষণ স্কুলের আটকে ছিল পড়ুয়ারা। স্কুলের বাইরে বেরনোর সাহস পাননি শিক্ষকরা। এলাকা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। ব়্যাফ নামে আমডাঙায়।
এদিকে আমডাঙায় দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকায় যে দুষ্কৃতী শোরুম ভাঙচুর ও স্কুলে বোমা মেরেছে, সেই রুবি স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুল রহমানের ঘনিষ্ঠ। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আমডাঙা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির স্থানীয় নেতারা। দীর্ঘক্ষণ করে চলে অবরোধ।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.