সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মুখ্যমন্ত্রী ও বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে ফেলার ঘটনায় উত্তেজনা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের সন্তোষপুরে। তৃণমূলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপিই এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
[আরও পড়ুন: বসন্তোৎসবে চটুল গানে উদ্দাম নাচ কলেজ পড়ুয়াদের, ভাইরাল ভিডিও]
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন মহেশতলা পুরসভা রবীন্দ্রনগর বাসস্ট্যান্ড এলাকায় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি ফ্লেক্স ছিল। অভিযোগ, শনিবার সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখতে পান ফ্লেক্সটি ছেঁড়া। এরপরই তৃণমূল কর্মীরা অভিযোগ করেন, শুক্রবার রাতে উত্তেজনা ছড়াতেই বিজেপি কর্মীরা ফ্লেক্সটি ছিঁড়ে ফেলেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর থানা এলাকা। সন্তোষপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় রবীন্দ্রনগর থানার পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতেও বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। প্রায় আধ ঘণ্টা পর দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে বিক্ষোভ তুলে নেন কর্মীরা।
যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ ২৪ পরগনা (পশ্চিম) জেলার সহ-সভাপতি সুফল ঘাঁটু বলেছেন, বিজেপি কোনওভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। তাঁর অভিযোগ, “বিজেপির নামে মিথ্যে প্রচার করছে শাসকদলের কর্মীরা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্য পূরণের স্বার্থেই বিজেপি কর্মীদের নামে অপপ্রচার করছে তারা’’। গোটা ঘটনাটি ইতিমধ্যেই তৃণমূলের তরফে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.