Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ

হরিহরপাড়ায় চলল গুলি, আহত কংগ্রেস কর্মী।

violance in Domkol during 3rd phase of Loksabha Poll
Published by: Tanujit Das
  • Posted:April 23, 2019 9:49 am
  • Updated:April 23, 2019 9:57 am  

অতুনচন্দ্র নাগ, ডোমকল: মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকলে৷ মানিকনগর এলাকায় এক তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে৷ অভিযুক্ত সিপিএম-কংগ্রেস৷ বুথের বাইরে বোমাবাজি হয়েছে বলেও সূত্রের খবর৷ ওই বোমার আঘাতেই গুরুতর জখম হয়েছেন কাউন্সিলরের স্বামী৷ এলাকায় তুঙ্গে উত্তজনা৷ জেলাশাসকের কাছে সম্পূর্ণ ঘটনার রিপোর্ট চাইল কমিশন৷

[আরও পড়ুন: ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ]

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার৷ অভিযোগ, রাতের ওই এলাকায় ব্যাপক বোমাবাজি করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়৷ মঙ্গলবার ভোট শুরু হলেও সেই চেষ্টা বজায় রাখে দুষ্কৃতীরা৷ তৃণমূলের অভিযোগ, ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের স্বামী তুজাম্মেল আনসারি বুথে ঢুকতে গেলে, তাঁকে বাধা দেওয়া হয়৷ বাধা দেয় সিপিএম ও কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা৷ বুথ থেকে তিনশো মিটার দূরে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় ওই কাউন্সিলরের স্বামীকে৷ এলাকায় আবার বোমাবাজি শুরু হয়৷ এবং পালানোর সময় সেই বোমার আঘাতেই গুরুতর জখম হন তুজাম্মেল আনসারি৷ তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে তাঁরে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে৷

[আরও পড়ুন: লোকসভা ভোট Live: ডোমকলে বোমাবাজি-হরিহরপাড়ায় গুলি, ভোটে ফের অশান্ত মুর্শিদাবাদ]

এই ঘটনার পরই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়৷ ঘটনাস্থলে আসেন ডোমকলের এসডিপিও সন্দীপ সেন৷ আসে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে ন’জন৷ যার মধ্যে একজন ওই বুথের কংগ্রেস এজেন্ট, নাম গিয়াসুদ্দিন৷ এলাকা ডমিনেশনের কাজ করছে বাহিনী৷ কমিশন সূত্রে খবর, জেলাশাসকের কাছে সম্পূর্ণ ঘটনার রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে৷ এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন৷ যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস৷ দলের ব্লক সভাপতি বিকাশ ঘোষের পালটা অভিযোগ, সকাল সকাল বুথ জ্যাম করার চেষ্টা করছিলেন ওই তৃণমূল কাউন্সিলরের স্বামী৷ তৃণমূলের বিরুদ্ধেই পালটা বোমাবাজির অভিযোগ করেছেন তিনি৷ পাশাপাশি, মুর্শিদাবাদের একাধিক বাম এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিরুদ্ধে৷ হরিহর পাড়ার কুমড়িপুরে বুথের বাইরে চলল গুলি৷ জখম কংগ্রেস কর্মী৷ এবং মোমিনপুরে দুই বিজেপি সমর্থকের আক্রন্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement