অতুনচন্দ্র নাগ, ডোমকল: মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা মুর্শিদাবাদের ডোমকলে৷ মানিকনগর এলাকায় এক তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে৷ অভিযুক্ত সিপিএম-কংগ্রেস৷ বুথের বাইরে বোমাবাজি হয়েছে বলেও সূত্রের খবর৷ ওই বোমার আঘাতেই গুরুতর জখম হয়েছেন কাউন্সিলরের স্বামী৷ এলাকায় তুঙ্গে উত্তজনা৷ জেলাশাসকের কাছে সম্পূর্ণ ঘটনার রিপোর্ট চাইল কমিশন৷
[আরও পড়ুন: ভোটের শুরুতেই বোমাবাজি ডোমকলে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ]
ঘটনার সূত্রপাত সোমবার৷ অভিযোগ, রাতের ওই এলাকায় ব্যাপক বোমাবাজি করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়৷ মঙ্গলবার ভোট শুরু হলেও সেই চেষ্টা বজায় রাখে দুষ্কৃতীরা৷ তৃণমূলের অভিযোগ, ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের স্বামী তুজাম্মেল আনসারি বুথে ঢুকতে গেলে, তাঁকে বাধা দেওয়া হয়৷ বাধা দেয় সিপিএম ও কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা৷ বুথ থেকে তিনশো মিটার দূরে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় ওই কাউন্সিলরের স্বামীকে৷ এলাকায় আবার বোমাবাজি শুরু হয়৷ এবং পালানোর সময় সেই বোমার আঘাতেই গুরুতর জখম হন তুজাম্মেল আনসারি৷ তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে তাঁরে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে৷
[আরও পড়ুন: লোকসভা ভোট Live: ডোমকলে বোমাবাজি-হরিহরপাড়ায় গুলি, ভোটে ফের অশান্ত মুর্শিদাবাদ]
এই ঘটনার পরই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়৷ ঘটনাস্থলে আসেন ডোমকলের এসডিপিও সন্দীপ সেন৷ আসে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে ন’জন৷ যার মধ্যে একজন ওই বুথের কংগ্রেস এজেন্ট, নাম গিয়াসুদ্দিন৷ এলাকা ডমিনেশনের কাজ করছে বাহিনী৷ কমিশন সূত্রে খবর, জেলাশাসকের কাছে সম্পূর্ণ ঘটনার রিপোর্ট চেয়ে পাঠান হয়েছে৷ এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন৷ যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস৷ দলের ব্লক সভাপতি বিকাশ ঘোষের পালটা অভিযোগ, সকাল সকাল বুথ জ্যাম করার চেষ্টা করছিলেন ওই তৃণমূল কাউন্সিলরের স্বামী৷ তৃণমূলের বিরুদ্ধেই পালটা বোমাবাজির অভিযোগ করেছেন তিনি৷ পাশাপাশি, মুর্শিদাবাদের একাধিক বাম এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিরুদ্ধে৷ হরিহর পাড়ার কুমড়িপুরে বুথের বাইরে চলল গুলি৷ জখম কংগ্রেস কর্মী৷ এবং মোমিনপুরে দুই বিজেপি সমর্থকের আক্রন্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.