সৌরভ মাজি, বর্ধমান: গ্রাহকদের রেশনে বরাদ্দ কম দেওয়া হত। আর সেইসব সামগ্রী খোলা বাজারে চড়া দামে বিক্রি করতেন ডিলার। এমন অভিযোগ দীর্ঘদিনের। শনিবার রাতে গ্রাহকদের রেশনে বরাদ্দকৃত আটা গাড়ি করে পাচারের সময় অভিযুক্তকে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। আটক রেশন ডিলারের ছেলেকে ধরে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে ডিলারের ছেলেকে। আটক করা হয়েছে গাড়িটি। উদ্ধার করা হয়েছে ছ বস্তা আটা। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর পঞ্চায়েতের বাগগড়িয়া গ্রামে।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আমিনুল ইসলাম মোল্লা। বাগগড়িয়া গ্রামেই বাড়ি। তাঁর বাবা আবদুল হারুণ ওই গ্রামের রেশন ডিলার। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে চার চাকার একটি গাড়িতে করে প্রচুর পরিমাণ রেশনের খাদ্যসামগ্রী অন্যত্র পাচার করছিলেন আমিনুল। সেই সময় গ্রামের কয়েকজন রেশন গ্রাহক তা লক্ষ্য করেন। তাঁরাই বাইক নিয়ে গাড়িটিকে ধাওয়া করেন। দেবীপুরের কাছে গাড়িটিকে আটক করেন এবং অন্যান্য গ্রাহকদেরও খবর দেন। গ্রামবাসী হারাধন পণ্ডিত জানিয়েছেন, ছ বস্তা রেশনের আটা-সহ ডিলারের
ছেলেকে ধরা হয় সেখানে। এরপরই ডিলারের ছেলে স্থানীয় পঞ্চায়েত সদস্য মোল্লা মইনুদ্দিনকে ফোন করে। কিছু পরেই পঞ্চায়েত সদস্যরা সদলবলে সেখানে এসে আমিনুলকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে দাবি হারাধন-সহ আরও কয়েকজন গ্রামবাসীর। দু পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গ্রামবাসীরা তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই রেশন ডিলারের বিরুদ্ধে। পাশাপাশি, তার ছেলে রেশনের সামগ্রী পাচার করছিল বলেও নালিশ করা হয়। পুলিশ আমিনুলকে গ্রেফতার করে। আটাবোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করে। পঞ্চায়েত সদস্য মোল্লা মইনুদ্দিন অবশ্য দাবি করেছেন তিনি রেশন ডিলারের ছেলেক ছাড়াতে যিনি। গোলমালের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি পালটা দাবি
করেছেন, সেখানে গেলে তাঁকে হেনস্তা করা হয়। অভিযুক্ত রেশন ডিলার অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
গ্রামবাসীরা জানিয়েছেন, রেশনে তাঁদের নিয়মিত কম খাদ্য সামগ্রী দেওয়া হত। এই নিয়ে প্রতিবাদ করলেও কোনও কাজ হয়নি। তাই তাঁরা ঠিক করেছিলেন হাতেনাতে রেশনের সামগ্রী পাচার দরবেন। শনিবার রাতে তাঁরা সেই সুযোগ পেয়ে যান। হাতেনাতে ধরে ফেলেন আটা পাচার। ঘটনার পর নানা স্তরেই সমালোচনা শুরু হয়েছে, এই ভাবেই সাধারণের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী নিয়ে দুর্নীতি হচ্ছে, আর প্রশাসন তার নাগালও পাচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.