Advertisement
Advertisement
সীমান্ত

প্রার্থীর দেখা নেই কাঁটাতারের ওপারের গ্রামাঞ্চলে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

নির্বাচনে উত্তাপহীন হিলি সীমান্তের ১১টি গ্রাম, নেই দেওয়াল লিখনও৷

Villagers across the border at Hili, South Dinajpur appeal for campaign
Published by: Sucheta Sengupta
  • Posted:April 16, 2019 5:43 pm
  • Updated:April 16, 2019 5:43 pm  

রাজা দাস, বালুরঘাট: দেখা নেই কোনও রাজনৈতিক দলের প্রার্থীর৷ বরাবরের মত এবারও নিজেদের অভাব-অভিযোগ-না পাওয়ার কথা প্রকাশ করতে পারছেন না গ্রামবাসীরা৷ লোকসভা ভোটের মুখে তাতেই ক্ষোভ বাড়ছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডের একাধিক গ্রামে।

দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে রয়েছে ২৫২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত। এর মধ্যে এখনও প্রায় ৩২ কিলোমিটার এলাকায় কাঁটাতারহীন৷ কোথাও বাঁশের বাখারি দিয়ে নামমাত্র সীমান্ত টেনে দেওয়া হয়েছে৷ আবার কোথাও তা সম্পূর্ণ উন্মুক্ত৷ হিলি থানা এলাকার অন্তর্গত কাঁটাতারের ওপারে হাঁড়িপুকুর, উজাল, উচা গোবিন্দপুর, শ্রীকৃষ্ণপুর-সহ মোট ১১টি ভারতীয় গ্রাম রয়েছে। ১০ হাজারের বেশি ভোটার রয়েছে এই গ্রামগুলিতে। কাঁটাতারের ওপারে একটি  বুথ রয়েছে শ্রীকৃষ্ণপুরে। আন্তর্জাতিক জটিলতার কারণে এখানকার গ্রামবাসীরা নানা সমস্যায় জর্জরিত৷ একমাত্র ভোট এলেই তাঁদের মনে একটু আশার আলো জ্বলে ওঠে৷ এবারের হয়তো প্রার্থীরা তাঁদের কথা শুনবেন৷ ভোটে জিতে জনপ্রতিনিধি হয়ে দূর করবেন সমস্যা৷ তবে এবার সেই আশা কতটা পূরণ হবে, তা নিয়ে তাঁরা নিজেরাই সন্দিহান।

Advertisement

  [আরও পড়ুন : প্রচার বিতর্কে বাংলাদেশের অভিনেতা ফিরদৌস, তদন্ত কমিটি গড়ল স্বরাষ্ট্রমন্ত্রক]

আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় রয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। হাতে আর মাত্র কয়েকদিন৷ নাওয়াখাওয়া বাদ দিয়ে দিনরাত প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীই। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এদিক-ওদিকে যাচ্ছেন হেভিওয়েট নেতা, মন্ত্রীরা। জেলাজুড়ে প্রচারে পারদ চরমে৷ কিন্তু এর ঠিক উলটো চিত্র কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের এই ১১টি গ্রামে৷ এখানে ভোটের কোনও উত্তেজনাই টের পাওয়া যায় না৷ প্রচারও প্রায় নেই বললেই চলে৷ এখনও পর্যন্ত কোনও দলের প্রার্থীদের দেখা যায়নি কাঁটাতারের ওপারের ভারতীয় ভূখণ্ডে পা রাখতে৷ প্রার্থীরা অন্তত একবার  এলে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারতেন বলে দাবি এলাকার বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই আক্ষেপ হাঁড়িপুকুর-সহ কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের ওই গ্রামগুলিতে। গ্রামবাসী রবিউল ইসলাম, নির্মল কুমার সিংহদের অভিযোগ, এখনও তাঁদের এলাকায় কোনও প্রার্থী প্রচারে আসেননি। ফলে চোখে পড়ে না দেওয়াল লিখন থেকে ফ্লেক্স– কোনও কিছুই৷ প্রচার করছে নিচুতলার কর্মী, সমর্থকরা৷ তবে তাঁদের কাছে তো সমস্যার কথা বলে বিশেষ লাভ হয় না৷

                                                   [আরও পড়ুন : ‘জনগণের দরকার, নতুন সরকার’, দিল্লিতে বদলের ডাক মুখ্যমন্ত্রীর]

এই এলাকায় রাস্তা ও জলের সমস্যা সবচেয়ে বড়। বিদ্যুতের সমস্যা ছিল, তবে তা মিটে গিয়েছে কয়েক বছর আগেই। দায় এড়িয়ে বাম, বিজেপি ও তৃণমূল প্রার্থীদের অনেকেই অবশ্য জানিয়েছেন, লোকসভা কেন্দ্র অনেক বড় হওয়ায় সব জায়গায় যাওয়ার মতো সময় থাকে না। তবে দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তের গ্রামগুলিতে তাঁরা প্রচারে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন৷

ছবি: রতন দে

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement