Advertisement
Advertisement

Breaking News

Birbhum

সিদ্ধান্ত নাপসন্দ! জমি বিবাদে পুড়ল ‘মোড়লে’র বাড়ি, সিউড়িতে চাঞ্চল্য

রাতে প্রথমে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ভয় দেখানো হয় ওই পরিবারকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

village head's house was burnt in Suri

ফাইল ছবি

Published by: Suhrid Das
  • Posted:December 17, 2024 6:06 pm
  • Updated:December 17, 2024 6:25 pm  

নন্দন দত্ত, সিউড়ি: পুরনো বিবাদের জের! গ্রামের ‘মোড়লে’র বাড়িতেই আগুন ধরিয়ে দিল একদল লোক। গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যায়। সোমবার রাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের সিউড়ি থানা এলাকার মিনিস্টিল গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনিস্টিল গ্রামের তথাকথিত মোড়ল বাবু আনসার। তাঁর বাড়িতেই গতকাল রাতে হামলা চালানো হয়। ওই এলাকার বাসিন্দা বাবু আনসারি নামে এক ব্যক্তি চার-পাঁচজনকে নিয়ে রাতে মোড়লের বাড়িতে চড়াও হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে প্রথমে শুরু হয় ভয় দেখানো। সিঁটিয়ে যান মোড়লের পরিবারের সদস্যরা। এরপর হামলাকারীরা ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আশপাশের লোকজন চলে এলে এলাকা ছেড়ে পালায় তারা।

Advertisement

আগুন নেভাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সিউড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে পৌঁছয়। প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়। মোড়লের ছেলে মজবুল আনসার জানান, কিছু দিন আগে গ্রামের একটি বিষয় নিয়ে তাঁরা মতামত দিয়েছিলেন। সেই মতামত নিয়ে অভিযুক্তরা সন্তুষ্ট ছিল না। তারপর থেকেই চোরা হুমকি চলতে থাকে মাঝেমধ্যে। গতকাল রাতে বাড়ি গিয়ে বন্দুক নিয়ে ভয় দেখানো হয়। তারপর আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি জমিকে কেন্দ্র করে আগেও দুপক্ষের মধ্যে অশান্তি হয়েছিল। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement