Advertisement
Advertisement

Breaking News

‘সহজপাঠের জন্য বিখ্যাত বিদ্যাসাগর’, বেফাঁস মন্তব্যে লোক হাসালেন দিলীপ

এই বেফাঁস মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সমালোচনা ও কটাক্ষের৷

Vidyasagar wrote 'Sahajpath', Dilip Ghosh makes loose comment
Published by: Tanujit Das
  • Posted:May 17, 2019 3:50 pm
  • Updated:May 17, 2019 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা, আর এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আবারও বিতর্কে জড়ালেন গেরুয়া শিবিরের আরও এক শীর্ষ নেতা৷ সাংবাদিক সম্মেলনে বিদ্যাসাগরকে ‘সহজপাঠ’এর স্রষ্ঠা বলে উল্লেখ করলেন তিনি৷ তাঁর এই বেফাঁস মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সমালোচনা ও কটাক্ষের৷

[ আরও পড়ুন: ভোটের আগে দুই বিজেপি নেতার গ্রেপ্তারিতে মহেশতলায় উত্তেজনা]

Advertisement

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে মঙ্গলবার চূড়ান্ত অরাজকতা তৈরি হয় কলকাতায়৷ বিদ্যাসাগর কলেজে প্রতিষ্ঠিত ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয় শাসকদল থেকে শুরু করে শহরবাসী৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি৷ ঘটনার দায় তৃণমূলের উপর চাপায় পদ্ম শিবির৷ সেই প্রসঙ্গেই শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হন রাজ্য বিজেপি সভাপতি৷ শাসকদলকে আক্রমণ শানান তিনি৷ বলেন, ‘‘নিজেরাই মূর্তি ভেঙে এখন কান্নাকাটি করছে৷ সাধারণ মানুষ এটা বুঝে গিয়েছে৷ এই চালাকির রাজনীতি এরাজ্যের মানুষ আর সহ্য করবে না৷ আমরা সিপিএমের আমলে দেখতাম, ওদের পার্টি কর্মীদের মেরে রাজনীতি করছে৷’’ এখানেই থেমে যাননি রাজ্য বিজেপি সভাপতি৷ তৃণমূলকে আক্রমণের ঝাঁজ বাড়াতে গিয়ে আলটপকা মন্তব্য করে বসেন তিনি৷ জানান, ‘‘যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর, সহজপাঠ৷ যেটা আমরা ছোটবেলায় পড়েছি৷ সিপিএম তুলে দিয়েছিল৷ কিন্তু তৃণমূল কি সেটা চালু করেছে? বিদ্যাসাগরের প্রতি সম্মান থাকলে তারা সহজপাঠ কোর্সে রাখত৷’’ রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা৷ ঝড় ওঠে কটাক্ষের৷

[আরও পড়ুন: নিজের এলাকায় ঢুকতেই ভোটারদের দেওয়া শর্ত মানতে হচ্ছে তৃণমূল কাউন্সিলরকে! ]

একইভাবে বৃহস্পতিবার বিদ্যাসাগরকে ঘিরে বিতর্কে জড়ান যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ এক বহুরূপীকে বিদ্যাসাগারের আদলে সাজিয়ে নির্বাচনী প্রচারে নিয়ে আসেন তিনি৷ যে ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা৷ বিজেপি প্রার্থীর নিন্দায় সরব হয় সব মহল৷ তবে এবার সেই একই পথের পথিক হলেন রাজ্য বিজেপি সভাপতিও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement