সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্নভঙ্গ! খেলার আগেই পুড়ে ছাই হিঙ্গলগঞ্জের ভিডিও হল। আগুনে শেষ দুলদুলির জনপ্রিয় তুলসি ভিডিও হল। কীভাবে দেখা হবে বিশ্বকাপ ফাইনাল, তা নিয়ে সংশয়ে স্থানীয়রা।
রবিবার মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। মহারণের সাক্ষী থাকার প্রস্তুতি তুঙ্গে। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি গ্রামে জনপ্রিয় ভিডিও হল তুলসিতে খেলা দেখার ব্যবস্থাপনা করা হয়েছিল। গত তিনদিন ধরে চলছিল জোর প্রচার। কিন্তু তারই মাঝে অঘটন। শুক্রবার গভীর রাতে হঠাৎই ভিডিও হলে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শাখার গ্রাসে চলে যায় ভিডিও হলে থাকা একাধিক যন্ত্রপাতি-সহ দর্শকদের বসার জায়গা।
প্রায় চল্লিশ বছরের পুরনো ভিডিও হল পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ভিডিও হলে বিশ্বকাপ দেখার স্বপ্ন দেখেছিলেন অনেকেই। আচমকা স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশ ক্রীড়াপ্রেমীরা। ভিডিও হলটিতে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্টসার্কিট নাকি অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, সেই কারণ খুঁজছেন দমকল কর্মীরা। ভিডিও হলটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.