Advertisement
Advertisement

Breaking News

R G kar

চেয়েও পাননি শাহ সাক্ষাৎ, মন ভেঙেছে আর জি করের নির্যাতিতার বাবার

তৃণমূল কংগ্রেসের তরফেও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করা উচিত বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।

Victim's parents of R G kar are upset for not being able to meet Amit Shah
Published by: Subhankar Patra
  • Posted:November 2, 2024 8:53 am
  • Updated:November 2, 2024 10:34 am  

স্টাফ রিপোর্টার: চিঠি দিয়ে আবেদন করেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেখা না পাওয়ায় মন ভেঙে গিয়েছে আর জি করের নির্যাতিতার বাবা-মায়ের। অভয়া কাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে ১৭ ঘণ্টা ছিলেন। তিনি আসার অনেক আগেই ই-মেল করে তাঁর সাক্ষাৎপ্রার্থী বলে জানান অভয়ার বাবা-মা। কিন্তু তিনি রাজ্যের একাধিক কর্মসূচির পাশাপাশি বিজেপি নেতাদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বললেও অভয়ার বাবা-মাকে ১০ মিনিট সময় দেননি। এমনকী, বিরোধী দল তৃণমূল কংগ্রেসের তরফেও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করা উচিত বলে মন্তব‌্য করেছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। শুক্রবার সোদপুরে নিজের বাড়িতে দিল্লি গিয়ে দেখা করবেন না, জানানোর পাশাপাশি হতাশা প্রকাশ করে সাংবাদিকদের জানিয়েছেন, “এখানে যখন এসেছিলেন, তখনই সাক্ষাৎ হলে ভালো হত। কিছুটা শান্তি পেতাম। মনের জোর বাড়ত।”

মেয়ের মৃত্যুর পর কোর্টে সিবিআই তদন্ত দাবি করেছিলেন অভয়ার বাবা-মা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট সেই সময় সিবিআই তদন্ত দাবি করে। যদিও ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে মূল অভিযুক্ত বলে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। বস্তুত হাই কোর্টের নির্দেশে তদন্ত হাতে নিয়ে সেই সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত ও ধর্ষণকারী দেখিয়ে ৫৮ দিনের মাথায় চার্জশিটও জমা দিয়েছে সিবিআই। কিন্তু আন্দোলনকারী ডাক্তারদের ফ্রন্ট এখন সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও এদিনও নিজের বাড়িতে বসে সিবিআইয়ের প্রতি আস্থা জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।

Advertisement

বিষয়টি নিয়ে প্রথমে দু-একদিন আন্দোলন করলেও পরে আর জি কর ইস্যু নিয়ে আর কল্কে পায়নি বিজেপি। স্বভাবতই হতাশ বিজেপি নেতৃত্ব অমিত শাহকে কী রিপোর্ট দিয়েছেন তা এখনও জানা যায়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা না করায় তাঁদের যে মন ভেঙে গিয়েছে তা এদিন প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন অভয়ার বাবা-মা।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অমিত শাহকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। বলেছেন, “নির্যাতিতার বাবা-মায়ের যন্ত্রণা অত‌্যন্ত যুক্তিযুক্ত। আমিও ওঁদের সঙ্গে একমত হয়ে এক্স হ‌্যান্ডলে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেখা করার পক্ষে সওয়াল করেছিলাম। কিন্তু তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব‌্যস্ত থাকলেন, কিছু অসার কথাবার্তা বললেন। সে ক্ষেত্রে নির্যাতিতার বাবা-মায়ের খারাপ লাগা স্বাভাবিক।” অমিত শাহ দেখা না করার কারণ হিসাবে দু’টি বিষয় উল্লেখ করেছেন কুণাল। বলেন, “প্রথমত, অভয়া কাণ্ড নিয়ে সিবিআই যে চার্জশিট দিয়েছে তা কলকাতা পুলিশের তদন্তকেই সমর্থন করেছে। অর্থাৎ রাজ‌্য সরকার এবং কলকাতা পুলিশ অভয়া নিয়ে যে পদক্ষেপ নিয়েছে তাকে সঠিক বলতে হবে বলেই বিজেপি নেতা অমিত শাহ নির্যাতিতার বাবা-মাকে এড়িয়ে গেলেন। দ্বিতীয়ত, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ‌্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে উন্নাও, হাথরসের মতো অজস্র গণধর্ষণের ঘটনা ঘটছে। বিজেপি শাসিত মণিপুরে ধর্ষণের পর দুই তরুণীকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে। কোথাও কোনও বিজেপি নেতা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেননি। তাই এখানে অভয়ার বাবা-মায়ের সঙ্গে যদি শাহ দেখা করেন, তবে এর পর বিজেপি শাসিত রাজ্যের সমস্ত নির্যাতিতার পরিবারের সঙ্গেও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করতে যেতে হবে। আর এটা তাঁর দলের জন‌্য চরম সংকটের হবে। তাই অভয়ার বাবা-মাকে এড়িয়ে গেলেন।”

দেখা না করা নিয়ে নির্যাতিতার বাবা-মা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অসন্তোষ প্রকাশ করেছেন তাকে এদিন বহরমপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সমর্থন করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি। বলেছেন, “ইডি, সিবিআই সমস্ত ক্ষেত্রেই ব‌্যর্থ। আর তা নিয়ে কোনও জবাব নেই অমিত শাহর কাছে। তাই আর জি করের নির্যাতিতার বাবা-মাকে এড়িয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement