দেবব্রত মণ্ডল ও বাবুল হক: স্রেফ কাটমানি নেওয়া বা দুর্নীতিই নয়, স্থানীয় বাসিন্দা, এমনকী খোদ পুরসভার চেয়ারম্যানের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে শান্তা সরকারকে সরিয়েই দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আপাতত ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লবকান্তি ঘোষ। কাটমানি রুখতে নয়া হোয়াটস অ্যাপ নম্বর চালু করেছে কলকাতা পুরসভাও। এদিকে মালদহে আবার কাটমানি নেওয়ার অভিযোগে এক সরকারি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ।
ভোটে এ রাজ্যে ভাল ফল করেছে বিজেপি। ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। স্রেফ কাউন্সিলরদের দলবদলের কারণে বেশ কয়েকটি পুরসভা কার্যত হাতছাড়া হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রসের। গত মঙ্গলবার কলকাতায় রাজ্যের দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কাটমানি ও দুর্নীতির নিয়ে কড়া বার্তা দেন তিনি। এমনকী, যদি দলের কেউ কাটমানি নিয়ে থাকেন, সেক্ষেত্রে টাকা ফেরতেরও নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, লোকসভা ভোটের আগেই রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শান্তা সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়া ও দুর্ব্যবহারের অভিযোগ জমা পড়েছিল নবান্নে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দা ও এলাকার তৃণমূল কর্মীরাও। অভিযোগ, খোদ রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লবকান্তি ঘোষের সঙ্গেও রীতিমতো দুর্ব্যবহার করেছেন ভাইস চেয়ারম্যান শান্তা সরকার। তৃণমূলের অন্দরের খবর, শান্তা সরকারের বিরুদ্ধে যখন অভিযোগ এসেছিল, তখন লোকসভা ভোটের খুব বেশি দেরি ছিল না। তাই তখন দল কোনও পদক্ষেপ করেনি। ভোট মিটতেই তাঁকে পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল।
এদিকে মালদহে কাটমানি নেওয়ার অভিযোগে এক সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত প্রমোদ কুমার সরকার রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতে কর্মরত। দিন কয়েক আগে কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগে এই মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা সুকেশ যাদবকে গ্রেপ্তার করে পুলিশ।
ছবি: বিশ্বজিৎ নস্কর
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.