Advertisement
Advertisement

Breaking News

ভিএইচপি

আবারও ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ করার দাবি, বিতর্কে ভিএইচপির হোর্ডিং

রাম নবমীর মিছিলে পা মেলালেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী৷

VHP again demands to change the name of Islampur
Published by: Tanujit Das
  • Posted:April 14, 2019 5:52 pm
  • Updated:April 23, 2019 6:13 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ইসলামপুরের নাম বদলে আবারও ‘ঈশ্বরপুর’ করার দাবিতে সরব বিশ্ব হিন্দু পরিষদ৷ গো-মাতার পুজো থেকে শুরু করে পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন, শহরের একাধিক স্থানে দেখা গেল ঈশ্বরপুর লেখা হোর্ডিং৷ পাশাপাশি, রবিবার শহর জুড়ে রাম নবমীর মিছিল করল হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ যাতে অংশগ্রহণ করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরি৷

[ আরও পড়ুন:  রাম নবমীর মিছিলে ভোটপ্রচার তৃণমূলের, উঠল মোদি বিরোধী স্লোগান  ]

Advertisement

রায়গঞ্জের শ্রীকৃষ্ণপুর থেকে শুরু করে পৌর বাসস্ট্যান্ড, গোটা এলাকা জুড়েই দেখা মিলেছে ঈশ্বরপুর লেখা হোর্ডিং৷ কোথাও গো-মাতার পুজোর জন্য বসানো দানপাত্রের গায়ে লেখা রয়েছে ‘ঈশ্বরপুর’৷ আবার কোথাও পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপনকারী হোর্ডিংয়ে লেখা রয়েছে ‘ঈশ্বরপুর’৷ এর আগেও সংখ্যালঘু অধ্যুষিত ইসলামপুরের নাম ‘ঈশ্বরপুর’ করার দাবি তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদ৷ ভিএইচপি পরিচালিত একটি স্কুলের বোর্ডে ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ লেখা হয়৷ যা নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক৷ যার পুনরাবৃত্তি দেখা গেল রবিবার৷ এবং ভিএইচপির এই দাবিকে সমর্থন করেন লোকসভা নির্বাচনে বিজেপির রায়গঞ্জের প্রার্থী দেবশ্রী চৌধুরিও৷ এবারের নির্বাচনে রায়গঞ্জে বিজেপির অন্যতম হাতিয়ার দাড়িভিট কাণ্ড৷ যা নিয়ে একপ্রকার তোলপাড় হয়েছিল রাজ্য তথা জাতীয় রাজনীতি। রাম নবমীতে পরিষদের তরফে শ্রদ্ধা জানানো হয়েছে দাড়িভিট কাণ্ডে মৃত দুই স্কুল ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনকেও।

[ আরও পড়ুন: সামনে পেলে পুলিশের প্যান্ট খুলে নেওয়া হবে, বেফাঁস মন্তব্যে বিপাকে দিলীপ  ]

এদিনের মিছিলে শঙ্খধ্বনি ও ফুল ছড়িয়ে রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরিকে বরণ করে নেন এলাকার মহিলারা৷ মিছিলে যোগ দিয়ে তিনি শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবশ্রী চৌধুরী৷ বলেন, ” আমরা হিন্দু তাই রাম নবমী মানি। আমরা অধর্ম নিয়ে রাজনীতি করি না৷ আমাদের ঠাকুরের হাতে ত্রিশূল থাকে। তাবে কেন ভক্তদের হাতে থাকবে না?” জানা গিয়েছে, রাম নবমীকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই প্রচুর লোকের জমায়েত হয় ইসলামপুরে৷ রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে আরএসএস, ভিএইচপি ও বিজেপির সমর্থকরা সেখানে ভিড় জমান৷ রবিবার সকাল থেকে গোটা এলাকা জুড়ে শুরু হয় মিছিল৷ গেরুয়াপন্থী সংগঠনের পাশাপাশি, মিছিলে পা মেলান প্রচুর সাধারণ মানুষ৷ প্রত্যেকবারই রায়গঞ্জে রাম নবমীর মিছিল হয়, তবে এবার সেই মিছিলের জাঁকজমক ও আড়ম্বর ছিল চোখে পড়ার মতো৷ ইসলামপুর বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে তা শেষ হয় কোর্ট ময়দানে৷ অস্ত্র মিছিলের অনুমতি না থাকলেও কোনও কোনও এলাকায় মিছিলে অস্ত্রও দেখা যায়৷ ত্রিশূল, তরোয়াল নিয়ে মিছিলে যোগ দেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement