বুদ্ধদেব সেনগুপ্ত: প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসক আসার আগেই জীবনাবসান হয় বামপন্থী নেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। চাকদহ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকেও নির্বাচিত হন।
১৯৮০ সালে দক্ষিণ কলকাতা থেকে লোকসভা নির্বাচনে প্রথমবার জয়ী হন। ১৯৯১ সালে নদিয়া জেলার চাকদহ কেন্দ্রের বিধায়ক হয়ে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী হন। ২০০৬ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এর পাশাপাশি দীর্ঘদিন বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন।বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কাজ করেছেন ওয়েবকুটার সাধারণ সম্পাদক হিসেবে । এআইফুকটো-র সাধারণ সম্পাদকও ছিলেন বেশ কিছুদিন।
প্রয়াত কমরেড সত্যসাধন চক্রবর্তীর জন্ম ১৯৩৩ সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার হরিনাতে। তিনি হাওড়ার বালিতে বি আর থমসন স্কুলে শিক্ষাজীবন শুরু করেন, পরে বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতির পাশাপাশি লেখালেখিও করতেন অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী। অসংখ্য প্রবন্ধ লিখেছেন, তাঁর লেখা ‘ভারতের শাসনব্যবস্থা ও রাজনীতি’ বইটি স্নাতক স্তরে একটি জনপ্রিয় পাঠ্যপুস্তক।
প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সি পি আই (এম)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আজ তাঁর মরদেহ সংরক্ষণ করে রাখা হবে। রবিবার শেষকৃত্য সম্পন্ন হবে। নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন অনুগামীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.