সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের বিধানসভা ভোটের জন্য এখনও থেকেই সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। একে অপরকে তোপ দাগার পাশাপাশি নিজেদের শক্তিবৃদ্ধিতে নজর দিয়েছে সবাই। এর মাঝেই ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন সহকারী নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৃহস্পতিবার তাঁর হাতে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর মহিলা সদস্যদের মোতায়েন করার দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিল বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্ব।
WB: BJP writes to Dy Election Commissioner for deployment of female CPF personnel in Assembly polls.”In minority (Muslim) areas,female voters normally come clad in burqa. It’s not possible for CPF jawans to establish their identity before permitting them entry in booths,”it reads pic.twitter.com/gRZVtfKD12
— ANI (@ANI) December 17, 2020
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভোট দেওয়ার জন্য বোরখা পরিহিত মহিলা ভোটাররা যখন বুথে যাবেন তখন তাঁদের পরিচয় খতিয়ে দেখা সিপিএফ (CPF)-এর পুরুষকর্মীদের পক্ষে সম্ভব নয়। তাই বোরখা পরিহিত ভোটারদের শনাক্ত করার জন্য কেন্দ্রীয় পুলিশ বাহিনীর মহিলা সদস্যদের বুথগুলিতে মোতায়েন করতে হবে। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে তাঁদের প্রয়োজন আছে। কারণ ওই এলাকাগুলিতে ভোটারদের সংখ্যা আচমকাই অনেকটা বেড়ে গিয়েছে।
এই বিষয়ে কিছু বুথের নম্বর উল্লেখ করে ওই চিঠিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব দাবি করেছে, উদাহরণস্বরূপ আমরা আপনাকে ১৪৯ এসি কসবা, ১৫১ এসি সোনারপুর উত্তর, ১৫৭ এসি মেটিয়াবুরুজের কথা বলতে পারি। এর মধ্যে ১৪৯ এসি কসবার ৬৬ নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা প্রায় ১০ শতাংশ বেড়েছে। কিন্তু, ওই সমস্ত বিধানসভা আসনগুলিতে কোনও নতুন টাউনশিপ গড়ে ওঠেনি। তারপরও ভোটারদের সংখ্যা বাড়ার বিষয়টি চোখে পড়ার মতো। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে যাঁরা মারা গিয়েছেন বা অন্য জায়গায় চলে গিয়েছেন তাঁদের অনেকের নাম ওই এলাকার ভোটার তালিকাগুলি এখনও রয়ে গিয়েছে। এমনকী গত নির্বাচনগুলিতে ওই ভোটগুলি পড়েছিল বলে জানতে পেরেছি আমরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.