Advertisement
Advertisement

মাজার থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত শিশু-সহ একই পরিবারের ৩ জন

বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা৷

Vehicle turns turtle in Burdwan, 3 dead
Published by: Kumaresh Halder
  • Posted:August 17, 2018 2:21 pm
  • Updated:August 17, 2018 3:08 pm  

সৌরভ মাজি, বর্ধমান: মাজার থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের৷ দুর্ঘটনায় জখম আরও ছয়৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বর্ধমান হাসপাতালে ভরতি করা হয়েছে৷ বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা৷

[চুরুলিয়ার দুরাবস্থায় দুঃখ পেয়েছিলেন বাজপেয়ী, স্মৃতিচারণায় নজরুল অ্যাকাডেমির সদস্যরা]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে আউশগ্রামের মাজার থেকে বাড়ি ফিরছিলেন পূর্ব বর্ধমানের গলসির থানার বাবলা গ্রামের বাসিন্দা একই পরিবারের নয় সদস্য৷ গলসির গলিগ্রামের কাছে হঠাৎ স্যান্ট্রো গাড়ির একটি চাকা ফেটে যায়৷ গাড়ির গতি অত্যন্ত বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ গাছে ধাক্কা মেরে গাড়িয়ে ১০ মিটার উঁচুতে ছিটকে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে৷ আচমকা প্রবল শব্দ শুনে ছুটে যান স্থানীয়ারা৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারা৷ ঘটনাস্থলেই দিয়া শেখ নামের পাঁচ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়৷ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ির চালক শেখ সুরজ (২০) ও আজহার মল্লিক (৩০) নামের দুই জনের মৃত্যু হয়৷ আশঙ্কাজনক অবস্থায় বৈশাখি ও মুসারফ মল্লিক নামের ওই দম্পতিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় হয়৷ বাকি চারজনকে গলসি ১ ব্লকের গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর৷

Advertisement

[প্রাণঘাতী হামলা অতীত, মৃত্যুকে হার মানিয়ে ফের ডিউটিতে শ্যামপুর থানার ওসি]

বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ৷ জানা গিয়েছে, এদিন সকালে ২ নম্বর জাতীয় সড়ক ফাঁকা থাকার কারণে তীব্র গতিতে ছুটছিল গাড়িটি৷ স্থানীয়দের অনুমান, দুর্ঘটনার আগে গাড়িটির গতি ছিল ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ গাড়ির একটি চাকায আচমকা ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক৷ গাড়িটি সামনে ও পিছনের অংশ কার্যত টিনের বাক্সর মতো তুবড়ে যায়৷ খুলে বেরিয়ে আসে গাড়ির যন্ত্রাংশ৷ দুর্ঘটনার পর দামি গাড়ির এই হাল দেখে হতবাক পুলিশ কর্মীরাও৷ এদিনের এই দুর্ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে৷  

[বাসি বিয়ের খাওয়া নিয়ে বচসা, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী পাত্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement