Advertisement
Advertisement
Vishva Bharati

নির্যাতনের অভিযোগে ছাত্রীর পোস্ট ভাইরাল, প্রতিবাদে ধরনায় বিশ্বভারতীর উপাচার্য

প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করার অভিযোগ এনে ধরনায় বসেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

VC of Vishva Bharati University sits for protest over student's post on allegation of physical-mental torture gone viral
Published by: Sucheta Sengupta
  • Posted:August 14, 2023 11:49 am
  • Updated:August 14, 2023 11:53 am

দেব গোস্বামী, বোলপুর: ফের অনশন ও ধরনায় বসলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Vishva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সোমবার সকালে বিশ্বভারতীর সংগীত ভবনের মূল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মীদের নিয়ে ধরনা শুরু করেন উপাচার্য। সকাল ন’টা থেকে শুরু হয়েছে কর্মসূচি, তা বিকেল পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।

Advertisement

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্নাতক স্তরের ছাত্রের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিশ্বভারতীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, এমন এক ছাত্রীর কথা তুলে ধরা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলেই দাবি কর্তৃপক্ষের। এই খবর সংবাদপত্রে প্রকাশিতও হয়। তাতে বিশ্বভারতী কর্তৃপক্ষকে কালিমালিপ্ত হয়েছে বলে মনে করছে তারা। 

[আরও পড়়ুন: র‍্যাগিংয়ের মানসিকতা তৈরি হয় কেন? কী মারাত্মক পরিণতি হতে পারে? জানালেন মনোবিদ]

আর তারই প্রতিবাদে উপাচার্য (VC) বিদ্যুৎ চক্রবর্তীর আজকের অনশন এবং ধরনা কর্মসূচি বলে জানা যায়। যদিও, সংবাদ মাধ্যমকে সংগীত ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হছে না। নিরাপত্তা রক্ষীদের দিয়ে সংগীত ভবনের (Sangit Bhavan) গেট আটকে রাখা হয়েছে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিশ্বভারতীর একটি গ্ৰুপ রয়েছে যেখানে নাম, পরিচয় উল্লেখ না করে পোস্টটি করা করা হয়। সেখানেই একজন ছাত্রীর অভিযোগ রয়েছে। তাঁরও নাম-পরিচয় উল্লেখ করা নেই। শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ করা হয়েছে সংগীত ভবনের অধ্যাপকদের বিরুদ্ধে। সেই পোস্ট ভাইরাল (Viral) হতেই তোলপাড় শুরু হয়। কিন্তু ছাত্রীর ওই অভিযোগ সর্বৈব মিথ্য বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। আর তার প্রতিবাদেই স্বয়ং উপাচার্য এবার ধরনায় বসলেন।

[আরও পড়়ুন: ভারত-চিন যুদ্ধ প্রায় বেঁধে গিয়েছিল! প্রকাশ্যে গালওয়ান সংঘর্ষের বিস্ফোরক রিপোর্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement