শান্তনু কর, জলপাইগুড়ি: ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২ ঘণ্টা জলপাইগুড়িতে (Jalpaiguri) আটকে রইল সেমি হাইস্পিড ট্রেনটি। যার জেরে উত্তরবঙ্গগামী প্রত্যেকটি ট্রেন দেরিতে চলছে। চূড়ান্ত নাকাল যাত্রীরা। ঠিক কী যান্ত্রিক ত্রুটি হল, তা খতিয়ে দেখতে কোচবিহারে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে রেলের তরফে। এ নিয়ে বেশ কয়েকবার এধরনের সমস্যায় পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। ফলে তার পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
সোমবার সকাল ৬ টা ৫৬ মিনিট নাগাদ গুয়াহাটিগামী (Guwahati) বন্দে ভারত এক্সপ্রেসটি ধূপগুড়ির কাছে আচমকা থেমে যায়। খলাইগ্রাম এবং ধূপগুড়ি (Dhupguri) স্টেশনের মাঝে তা দাঁড়িয়ে পড়ে। কিছু বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা। খোঁজখবর নিয়ে জানা যায়, যান্ত্রিক ত্রুটি (Technical fault) হয়েছে ট্রেনটিতে। সেই কারণে দাঁড় করানো হয়েছে। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তবে ঠিক কী সমস্যা, তা বলতে পারেননি কেউ।
সকাল ৯টা পর্যন্ত এভাবেই দুটি স্টেশনের মাঝে দাঁড়িয়ে ছিল বন্দে ভারত এক্সপ্রেস। অথচ এখানে কোনও স্টপেজই নেই। এরপর ৯টা নাগাদ খলাইগ্রাম থেকে ট্রেনটি রওনা দেয় কোচবিহারের উদ্দেশে। সেখানে ট্রেনটি থামলে যাত্রীদের নামিয়ে পরীক্ষা করা হতে পারে। তারপর নিশ্চিত হয়েই গুয়াহাটির দিকে রওনা করানো হবে। এমনই জানা গিয়েছে রেল সূত্রে। এদিকে, বন্দে ভারত এভাবে আটকে পড়ায় সপ্তাহের প্রথম দিন অনেকটা বিলম্বিত উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেন। দেরিতে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস ও একাধিক প্যাসেঞ্জার ট্রেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.