Advertisement
Advertisement

মর্মান্তিক! বিয়েবাড়ি থেকে ফেরার পথে নয়ানজুলিতে গাড়ি উলটে মৃত ৭

মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।

Van turns turtle in Cooch Behar, 7 dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 12, 2018 1:24 pm
  • Updated:May 12, 2018 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহার কোতয়ালি থানার জিরানপুর টুপামারি এলাকায়। নিহতরা হলেন, বলরাম সাহা (৩৫), গোপাল সাহা (৩৭), সাধন সাহা (৩২), গোপাল দেব (৪০), সুব্রত সাহা (৩৮), বাপি বর্মন (২৫) ও নিশিতা সাহা (৭)। মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এলাকার সাংসদ।

[ মানসিক ভারসাম্যহীন মেয়েকে আগুনে পুড়িয়ে মারল মা, তমলুকে চাঞ্চল্য ]

Advertisement

পুলিশ সূত্রে খবর, সাধন সাহার খুড়তুতো দাদার বিয়ে ছিল বক্সিরহাট বাঁকলা এলাকায়। শুক্রবার ছিল বিয়ের অনুষ্ঠান। সেখানেই যোগ দিতে গিয়েছিলেন সকলে। শনিবার ভোরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। মাঝ রাস্তায় মোড় ঘুরতে গিয়ে হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। প্রত্যেকেরই বাড়ি দিনহাটা মহকুমার ভ্যাটগুড়ি এলাকায়।

[ বিডিওকে মারধরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, কুশমণ্ডিতে উত্তেজনা ]

গাড়ি নয়ানজুলিতে উলটে পড়ার পর সবার আগে উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার কাজের জন্য দমকলেও খবর দেওয়া হয়েছিল। দমকলের সঙ্গে স্থানীয়রা মিলে সকলকে উদ্ধার করেন।  মহারাজা দীপেন্দ্রনারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকলকে মৃত ঘোষণা করা হয়। পরে গাড়িটিকে উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের মৃত বলে ঘোষণা করে। তবে প্রত্যেকের দেহ ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

ঘটনার পর দুঃখ প্রকাশ করেছেন সাংসদ পার্থপ্রতীম রায়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান তিনি। কোতোয়ালির আইসি সমীর পাল বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নয়ানজুলিতে উলটে গিয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement