Advertisement
Advertisement

Breaking News

Falakata

পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট শিশু, চালককে মার উত্তেজিত জনতার, অগ্নিগর্ভ ফালাকাটা

ঘাতক পিকআপ ভ্যানকে আগুনে পোড়াল উত্তেজিত জনতা।

Van mows down kid, angry mob thrashes driver at Falakata

নিজস্ব চিত্র।

Published by: Amit Kumar Das
  • Posted:March 25, 2024 7:15 pm
  • Updated:March 25, 2024 7:15 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: উৎসবের আনন্দে শোকের ছায়া। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল চার বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা (Falakata) এলাকা। ঘাতক পিকআপ ভ্যানকে আগুনে পোড়াল উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ (Police) বাহিনী। পুলিশের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় উত্তেজিত জনতার। সব মিলিয়ে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ তুঙ্গে।

সোমবার দুপুরে বসন্ত উৎসবে যোগ দিতে যাবার পথে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার বছরের পৃথ্বীজিৎ ব্যাপারির। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চালককে তাড়া করে মারধর করার পাশাপাশি পিক আপ ভ্যানে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা।

Advertisement

[আরও পড়ুন: দোলেও অশান্ত ভাঙড়, দেওয়াল দখল ঘিরে ISF-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র নওশাদের গড়]

ক্ষিপ্ত জনতার মারে গুরুতর আহত হন গাড়ির চালক। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় আমবাড়ির পুলিশ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি গুরুতর বুঝে শিলিগুড়ি কমিশনারেট থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

[আরও পড়ুন: দোল খেলার পর নদীতে স্নান করতে নামাই কাল, তলিয়ে মৃত ৪]

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের মারে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement