সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের 3rd RLST(NT) 2016 পরীক্ষার মাধ্যমে ৪৯২৩ ক্লার্ক ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে৷ ৮ আগস্ট, ২০১৬-য় পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ আবেদন করতে হবে অনলাইনে www.westbengalssc.com ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট, ২০১৬৷
শূন্যপদ: মোট শূন্যপদ ৪৯২৩টি৷ এর মধ্যে গ্রুপ-ডি ৩,২১৬ এবং ক্লার্ক ১৭০৭৷
রিজিয়ন ভিত্তিক শূন্যপদ: ইস্টার্ন রিজিয়নে ক্লার্ক ৪৪১ ও গ্রুপ-ডি ৭৩৮, নর্দার্ন রিজিয়নে ক্লার্ক ২৭৪ ও গ্রুপ-ডি ৭৫৫, সাদার্ন রিজিয়নে ক্লার্ক ২৮৪ ও গ্রুপ-ডি ৩৭৫, ওয়েস্টার্ন রিজিয়নে ক্লার্ক ৪৬১ ও গ্রুপ-ডি ১০৩৪ এবং সাউথ ইস্টার্ন রিজিয়নে ক্লার্ক ২৪৭ ও গ্রুপ-ডি ৩১৪৷
জেলাওয়াড়ি শূন্যপদ: বীরভূম ৩১৩, বর্ধমান ৪৪২, হুগলি ৪২৪, কোচবিহার ১৮০, জলপাইগুড়ি ৯৭, দার্জিলিং ৩৭, উত্তর দিনাজপুর ৭৬, দক্ষিণ দিনাজপুর ৪৭, মালদহ ১৫৯, মুর্শিদাবাদ ৩৫৬, আলিপুরদুয়ার ৭৭, হাওড়া ১৯৮, কলকাতা ১১০, দক্ষিণ ২৪ পরগনা ৩৫১, পুরুলিয়া ২১২, বাঁকুড়া ২২৬, পশ্চিম মেদিনীপুর ৬৪৪, পূর্ব মেদিনীপুর ৪১৩, নদিয়া ১৯৫ এবং উত্তর ২৪ পরগনা ৩৬৬৷
শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা চাই ক্লার্ক পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পাস৷ গ্রুপ-ডি পদের ক্ষেত্রে ক্লাস এইট পাস৷ গ্রুপ-ডি পদগুলির মধ্যে রয়েছে পিওন, হেল্পার, মেট্রন, কুক ও নাইট গার্ড৷ নাইট গার্ড পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এবং মেট্রন পদের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন৷
বয়স: সব ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০১৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ অর্থাত্ জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৯৮ থেকে ১ জানুয়ারি, ১৯৭৬-এর মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷
আবেদনের ফি: ক্লার্ক পদের ক্ষেত্রে ১৪০ টাকা এবং গ্রুপ-ডি পদের ক্ষেত্রে ১২০ টাকা৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে ৭০ ও ৬০ টাকা৷ ফি দেওয়া যাবে অনলাইন ও অফলাইন দু’ভাবেই৷
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে www.westbengalssc.com ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদন করা যাবে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট, ২০১৬ তারিখ পর্যন্ত৷ অনলাইনে আবেদন করতে বসার আগে প্রার্থীর ছবি ও স্বাক্ষর স্ক্যান করিয়ে নিতে হবে৷ প্রার্থীদের বৈধ ই-মেল আইডি থাকলে ভাল৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ক্লার্ক পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, পার্সোন্যালিটি টেস্ট ও কম্পিউটার টেস্টের মাধ্যমে৷ মোট ১০০ (৬০+১০+৫+২৫) নম্বর৷ গ্রুপ-ডি পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে৷ মোট ৫০ (৪৫+৫) নম্বর৷ যোগ্য প্রার্থীদের নিয়ে তৈরি করা হবে মেরিট লিস্ট ও সিলেকশন লিস্ট৷ দুটি পদের ক্ষেত্রে পরীক্ষা হবে আলাদা দিনে৷ সেহেতু দু’টি পদের ক্ষেত্রেই আবেদন করতে হবে৷ শুধুমাত্র একটি জেলার জন্যই আবেদন করা যাবে৷ সফল হলে নিয়োগ করা হবে রাজ্য সরকারের নির্ধারিত বেতনক্রম অনুযায়ী৷
পরীক্ষার সিলেবাস-সহ আরও খুঁটিনাটি তথ্য জানা যবে উপরোক্ত ওয়েবসাইটেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.