Advertisement
Advertisement
Durga Puja

আর জি কর কাণ্ডের প্রতিবাদ, সরকারি অনুদান ফেরাচ্ছে উত্তরপাড়ার আরও এক পুজো কমিটি

এবছর পুজোর জাঁকজমকও কমিয়ে দিচ্ছে এই কমিটি।

Uttarpara puja committee refused to take govt grant for Durga Puja
Published by: Paramita Paul
  • Posted:August 20, 2024 8:12 pm
  • Updated:August 20, 2024 8:23 pm  

সুমন করাতি, হুগলি: আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের প্রতিবাদে গর্জে উঠল আরও এক দুর্গাপুজো কমিটি। উত্তরপাড়ার আরও এক কমিটি প্রত্যাখ্যান করল সরকারি অনুদান। জয়কৃষ্ণ স্ট্রিটের ‘আপনাদের দুর্গাপূজা’ বারোয়ারি সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সভা ডেকে বারোয়ারির সদস্যরা এ বিষয়ে সহমত হন। শুধু অনুদান প্রত্যাখ্যানই নয়, এবছর পুজোর জাঁকজমকও কমিয়ে দিচ্ছেন তারা।

উত্তরপাড়ার জয়কৃষ্ণ স্ট্রিটের এই পুজোর বয়স ৮০ বছর। তারা এবার সরকারি অনুদান প্রত্যাখ্যান করছে। এ প্রসঙ্গে বারোয়ারির সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন,”আরজি করে চিকিৎসকের হত্যাকারীদের শাস্তি চাই। রাজ্য, দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে। আমরা চুপ করে বসে থাকি কী করে! আমরাও প্রতিবাদ জানালাম অনুদান প্রত্যাখ্যান করে। দেখি কী হয়!” বারোয়ারির অপর সদস্য সীমা চট্টোপাধ্যায় বলেন, “ওই চিকিৎসকের বয়সি আমার মেয়ে আছে। এই জঘন্য ঘটনার প্রতিবাদ নানা স্তরে হচ্ছে। আমরাও বিচার চাই। আমি গর্বিত আমাদের পুজো কমিটি এই সিদ্ধান্ত নিতে পেরেছে যে পুজো অনুদান নেব না।” লিখিতভাবে হুগলির জেলাশাসককে জানিয়ে দিল তারা অনুদান প্রত্যাখ্যান করছে। উল্লেখ্য, আর জি করের ঘটনার পর উত্তরপাড়ারই শক্তি সংঘ ক্লাব জানিয়েছিল তারা পুজো অনুদান নেবে না।

Advertisement

[আরও পড়ুন: আর জি করে মোতায়েন হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী, এক্স হ্যান্ডেলে দাবি কুণালের]

 

 

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ বলেছিলেন, ”পুজো একটা অর্থনীতি। সেই অর্থনীতিকে সচল রাখতেই মুখ্যমন্ত্রীর ওই অনুদান ঘোষণা। যদি আপনারা তা প্রত্যাখ্যান করেন, তাহলে নিজেদের পকেটের টাকা দিয়ে পুজোর সঙ্গে জড়িত সকলকে সাহায্য করবেন।” এর পর সোমবার ফোরাম ফর দুর্গোৎসবের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়। বলা হয়, ‘সকলের কাছে অনুরোধ দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গোৎসবকে জড়িয়ে দেবেন না।’ তার পরেও এদিন আরও এক পুজো কমিটি তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে অনুদান ফেরাল।

[আরও পড়ুন: সরকারি হাসপাতালের নিরাপত্তায় প্রাক্তন সেনা ও পুলিশ কর্মী! নয়া পদক্ষেপ রাজ্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement