শংকরকুমার রায়, রায়গঞ্জ: রোজগারের আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন৷ উত্তরপ্রদেশের বরেলিতে মাটি চাপা পড়ে মারা গেলেন ৬ জন বাঙালি শ্রমিক৷ মৃতের সকলেই উত্তর দিনাজপুরের বাসিন্দারা৷ তাঁদের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম৷ এ বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানা গিয়েছে৷ কেন্দ্রের কাছে মৃতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার দাবি জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ৷
[ অবৈধ সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে খুন যুবকের, গ্রেপ্তার স্ত্রী]
দিন আনি, দিন খাই বললেও কম বলা হয়৷ একেবারেই হতদরিদ্র পরিবার৷ রোজগারের আশায় মাস তিনেক আগে উত্তর দিনাজপুর থেকে উত্তরপ্রদেশে গিয়েছিলেন ছয়জন৷ তিনজনের বাড়ি রায়গঞ্জে৷ আর তিনজন ইটাহারের বাসিন্দা৷ বরেলিতে একটি মোবাইল সংস্থায় কাজও জুটে গিয়েছিল৷ মাটি নিচে কেবল বসানোর কাজ করতেন তাঁরা৷ মাটি চাপা পড়ে মারা গেলেন ছয়জনই৷ সোমবার সকালে থেকে মাটির নিচে কেবল বসানোর কাজ চলছিল উত্তরপ্রদেশের বরেলিতে৷ দুর্ঘটনা ঘটে রাতে৷ ড্রেজিং মেশিন খুঁড়তে খুঁড়তে মাটির বাইশ ফুট নিচে নেমে গিয়েছিলেন আট শ্রমিক৷ আচমকাই মে্শিনটি বিকল হয়ে যায়৷ তড়িঘড়ি পাশের আরও একটি গর্ত ঘুঁড়ে আটকে পড়া শ্রমিকদের বের করার চেষ্টা হয়৷ দু’জন উপরে উঠেও এসেছিলেন৷ কিন্তু, উত্তর দিনাজপুরের বাসিন্দা ওই ছয় শ্রমিক আর উপরে উঠতে পারেননি৷ মাটির নিচে চাপা পড়ে যান তাঁরা৷ পরে তাঁদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ মঙ্গলবার খবর পৌছয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ও ইটাহারে মৃতদের বাড়িতে৷ এলাকার শোকের ছায়া৷ এদিকে সংসদের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম৷ দুর্ঘটনার কথা জানতে পেরেই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের সঙ্গে যোগাযোগ করেন তিনি৷ উত্তরপ্রদেশ থেকে দেহ ফেরানোর ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ৷ মহম্মদ সেলিমের দাবি, মৃতদের পরিবারকে আর্থিক অনুদানও দিতে হবে৷
[রেশন কার্ডে পদবি ভুলে জুটছে না খাবার, অনাহারে দিন কাটছে বৃদ্ধার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.