দীপঙ্কর মণ্ডল: এডস রোগীকে নয়, রোগটিকে ঘৃণা করার শিক্ষা দেওয়া হবে স্কুলে। একইসঙ্গে এডস ঠেকাতে নিরাপদ যৌন সম্পর্ক ও কন্ডোমের ব্যবহারের কথাও পড়ানো হবে। আগামী শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের কাছে নয়া বার্তা পৌঁছে দেওয়ার আগে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার। প্রসূতির শরীর থেকে সন্তানের দেহে এডসের সংক্রমণ ঠেকিয়ে গোটা দেশের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। স্কলশিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন, “স্কুলের পাঠ্যসূচি ঢেলে সাজানো হয়েছে। মারণ রোগ এডস প্রতিরোধ ও রোগীর প্রতি অবহেলা না করার কথা সিলেবাসে রাখা হয়েছে।”
[ ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গন্ডগোল, রণক্ষেত্র মুচিবাজার]
উচ্চমাধ্যমিক স্তরে ‘স্বাস্থ্য ও শারীরশিক্ষা’ বইতে এডস প্রতিরোধ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। শিক্ষক-শিক্ষিকাদের সম্প্রতি ‘শিক্ষণ সামর্থ্য ও মূল্যায়ন সম্পর্কিত প্রশিক্ষণ পুস্তিকা’ পাঠিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সমগ্র শিক্ষা মিশন ও সংসদের যৌথ উদ্যোগে তৈরি সেই বইতে ‘হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস’ (এইচআইভি) ও ‘অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম’ (এডস)-এর নানা দিক আলোচনা করা হয়েছে। সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের উদ্দেশ্যে ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের কথা জানানো উচিত বলে মনে করছে সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে মন্তব্য করতে না চাইলেও শিক্ষামহল বিষয়টিকে স্বাগত জানিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক তিলোত্তমা মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমাদের সমাজে সবকিছু খোলাখুলি আলোচনা দরকার। এডস রোগ যে ছোঁয়াচে নয় তা স্কুলস্তরে জানা উচিত। এই মারণ রোগ প্রতিরোধে কন্ডোমের ব্যবহার কতটা উপযোগী তা জড়তাহীনভাবে ছাত্রছাত্রীদের বলা উচিত। স্কুলপাঠ্যে বিষয়টি আনার সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
কয়েকদিন আগে কর্নাটকের হ্রদে এক এডস আক্রান্ত মহিলার দেহ পাওয়ার কথা মনে করিয়েছেন রাজ্যের এক খ্যাতনামা চিকিৎসক। ওই ঘটনায় স্থানীয়রা সমস্ত জল ছেঁচে ফেলেন। গ্রামবাসীদের ভয় ছিল ওই জল ব্যবহার করলে সবার এডস হবে। চিকিৎসকের বক্তব্য, এমন আশঙ্কা অমূলক। এডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে এক ঘরে থাকলে, একসঙ্গে খাবার খেলে বা কোলাকুলি করলে কোনও ভাবেই সংক্রমণের ভয় থাকে না। এসব কথাই থাকছে উচ্চমাধ্যমিক স্তরের স্কুলপাঠ্যে।
[ এবার ঘরে বসেই কাটা যাবে মেট্রোর টিকিট, ইস্ট-ওয়েস্টে QR Code ব্যবস্থা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.