Advertisement
Advertisement

ভিসা ছাড়া সীমান্ত পেরিয়ে অনুুপ্রবেশ, শিলিগুড়িতে পাকড়াও মার্কিন যুবক

কেন এদেশে এসেছিল ওই যুবক, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা৷

US national held for infiltration
Published by: Sayani Sen
  • Posted:December 22, 2018 2:46 pm
  • Updated:December 22, 2018 2:46 pm  

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: ভিসা ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে এক মার্কিন নাগরিককে পাকড়াও করল এসএসবি জওয়ান৷ ওই যুবককে দেশে ঢুকতে সাহায্য করার জন্যও একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ কোন উদ্দেশ্যে বৈধ প্রমাণপত্র ছাড়াই এদেশে ঢুকেছিল তারা, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা৷

[গ্রাম্য বিবাদে চলল গুলি, গুরুতর জখম স্কুলপড়ুয়া]

শিলিগুড়িতে নেপাল সীমান্ত লাগোয়া পানিটা এলাকায় এক মার্কিনি যুবককে ঘোরাফেরা করতে দেখেন এসএসবি জওয়ানরা৷ শুক্রবার সন্ধ্যায় ওই যুবককে দেখে সন্দেহ হয় তাঁদের৷ খোঁজখবর নিয়ে জানা যায় স্যামসন রানা নামে ওই যুবক মার্কিন মুলুকের নাগরিক৷ এরপর ভিসা দেখতে চাওয়া হয় তার৷ কিন্তু ভিসা দেখাতে পারেনি ওই যুবক৷ এরপরই জিজ্ঞাসাবাদ করে জওয়ান জানতে পারেন, কিরণ লামা নামে এক ব্যক্তি তাকে সীমান্ত পেরিয়ে পানিটা এলাকায় ঢুকতে সাহায্য করেছে৷ প্রথমে মার্কিন যুবক স্যামসন ও তাকে জিজ্ঞাসাবাদ করে কিরণ লামাকে আটক করে এসএসবি জওয়ান৷ খবর দেওয়া হয় খড়িবাড়ি থানায়৷ ঘটনাস্থলে পৌঁছলে ওই দু’জনকে পুলিশের হাতে তুলে দেয় এসএসবি৷ কী কারণে দেশে ঢুকল স্যামসন, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement

[দুবরাজপুরে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল নেতার ছেলে]

উল্লেখ্য, এর আগে দিঘা থেকেও এক চিনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতের কাছ থেকেও মেলেনি ভিসা৷ যদিও পুলিশি জেরায় সে তদন্তকারীকে জানায়, শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের টানেই বাংলায় আসা৷ এছাড়া অন্য কোনও অসৎ উদ্দেশ্য নেই তার৷ প্রথমে দার্জিলিংয়ে যায় সে৷ এরপর সেখান থেকেই চলে আসে দিঘায়৷ সমুদ্র দেখে নিজেকে সামলে রাখতে পারেনি ওই চিনা নাগরিক৷ সে দাবি করে, সমুদ্রের পাড়ে নিজের ব্যাগ রেখে নেমেছিল৷ সেই সময় তার ব্যাগ লুট হয়ে যায়৷ ওই ব্যাগেই ছিল ভিসা৷ ব্যাগ খোয়া যাওয়ায় নাকি যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ যদিও তদন্তের আগে সেকথা শুনতে নারাজ তদন্তকারীরা৷ এখনও এই ঘটনাটি তদন্তসাপেক্ষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement