Advertisement
Advertisement

Breaking News

Malda

‘যেকোনও শর্তে রাস্তা চাই’, খাটিয়া বিতর্কের পর বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

দাবি, বেহাল রাস্তার জেরে অ্যাম্বুল্যান্স না পেয়ে খাটিয়ায় হাসপাতাল যাওয়ার পথে প্রাণ হারান তরুণী।

Upset over bad road conditions, locals agitates in front of MP Khagen Murmu । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 19, 2023 5:31 pm
  • Updated:November 19, 2023 5:34 pm  

বাবুল হক, মালদহ: খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তরুণী। স্থানীয়দে দাবি, বেহাল রাস্তার কারণে জোটেনি অ্যাম্বুল্যান্স। মালদহের বামনগোলার মালডাঙার ঘটনায় বিতর্কের শেষ নেই। তারই মাঝে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে খগেন মুর্মু।

Malda Agitation

Advertisement

রবিবার বিজেপি সাংসদ খগেন মুর্মু নিহত তরুণী মামনি রায়ের বাড়িতে যান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বছরের পর বছর কেন রাস্তা তৈরি হল না, সেই প্রশ্ন করে এলাকাবাসী। যেকোনও শর্তে ওই ৫ কিলোমিটার রাস্তা তৈরির দাবিও জানান তাঁরা। রাস্তা তৈরির আশ্বাস দেন খগেন মুর্মু। সাংসদ তহবিল থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস বিজেপি সাংসদের।

[আরও পড়ুন: ত্রাণ নিয়ে গ্রামে ফের ঢুকতে ‘বাধা’, বাম প্রতিনিধি দল ও পুলিশের ধস্তাধস্তিতে উত্তপ্ত দলুয়াখাঁকি]

উল্লেখ্য, দিনকয়েক ধরে অসুস্থ ছিলেন মালদহের বামনগোলার গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙা গ্রামের বাসিন্দা মামনি রায়। জ্বর হয়েছিল। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। মামনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়ি থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দূরের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার কথা ভাবা হয়।

Malda Deadbody

অ্যাম্বুল্যান্সের খোঁজখবর করতে থাকেন মামনির স্বামী কার্তিক। মেলেনি অ্যাম্বুল্যান্স। এমনকী টোটোও পাননি বলেই জানা গিয়েছে। মামনির পরিবারের দাবি, অ্যাম্বুল্যান্স না পেয়ে বাধ্য হয়ে শুক্রবার মামনিকে খাটিয়ায় শুইয়ে দড়ি বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো মুর্মুর্ষু স্ত্রীকে নিয়ে বেরন কার্তিক। তবে পথেই মৃত্যু হয় মামনির। ঠিক সতেরো বছর আগে একইভাবে প্রাণ হারান মামনির মা-ও।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ফাইনালে হামাস-ইজরায়েল দ্বন্দ্বের ছায়া, মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন প্যালেস্তিনীয় সমর্থক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement