শান্তনু কর, জলপাইগুড়ি: স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ইএনটি মেল ওয়ার্ডে। অভিযোগ, শাড়ির ফাঁস লাগিয়ে স্ত্রীকে মারার চেষ্টা করে ওই ব্যক্তি।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার। বাড়ি ধূপগুড়ির দুরামারিতে। মানসিক রোগীর তিনি। দুরামারি বাজারে হোটেল রয়েছে বিশ্বজিৎবাবুর। গত ২৬ মে মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। গলার কাছে চোট পান। আহত অবস্থায় তাঁকে ভরতি করা হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎই উত্তেজিত হয়ে ওঠেন বিশ্বজিৎ সরকার। ওয়ার্ডজুড়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তিনি। খবর পেয়ে বাইরে থাকা স্ত্রী অঞ্জনা সরকার ভিতরে যান। স্বামীকে থামানোর চেষ্টা করেন। তখনই ঘটে অঘটন।
[ আরও পড়ুন: পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি তনুজা, দ্রুত অস্ত্রোপচারের সম্ভাবনা ]
স্ত্রী অঞ্জনা তাঁকে থামাতে গেলেই তাঁর উপর চড়াও হন বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎকে থামানোর চেষ্টা করলে প্রথমে স্ত্রীকে তাঁর শাড়ির আঁচল দিয়ে ফাঁস লাগানোর চেষ্টা করেন তিনি। ওই কাণ্ড দেখে বাধা দিতে যান ঘটনাস্থলে উপস্থিত দুই নার্স। সঙ্গে সঙ্গে তাঁদেরও আক্রমণ করেন বিশ্বজিৎবাবু।কিন্তু এরপর আরও লোক এসে যাওয়ায় বড় কোনও অঘটন ঘটেনি। রোগীকে ধরে ফেলেন তাঁরা। বর্তমানে হাত পা বাঁধা অবস্থায় চিকিৎসা চলছে তাঁর। মানসিক রোগের চিকিৎসককে চিকিৎসার জন্য ডেকে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার কথা শুনে হাসপাতালে উপস্থিত হয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপারও। মানসিক রোগী বিশ্বজিৎবাবু কীভাবে নিজের নিজের স্ত্রীয়ের উপর আক্রমণ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রোগীর পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি। ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি বিশ্বজিৎ সরকারের স্ত্রী অঞ্জনা সরকারও।
[ আরও পড়ুন: “কলকাতা বললেই খাবারের গন্ধ পাই”, বললেন একতা কাপুরের ‘বেকাবু’ নায়িকা প্রিয়া ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.