ছবি: অমিতলাল সিং দেও।
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: টুরগা প্রকল্পকে ঘিরে ফের অশান্তির মেঘ অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের টুরগা পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজে দরপত্র আহ্বানে কোনও সাড়া মিলল না। ফলে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করেছে পুরুলিয়া বনবিভাগ। আর এই দরপত্র আহ্বানের বিরুদ্ধেই চলতি মাসের ২২ তারিখ পুরুলিয়া বনবিভাগের ডিএফওকে ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি নিয়েছে ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ।
ওই দরপত্র আহবানের বিরুদ্ধে গত ১২ আগস্ট রাঙা ফুটবল ময়দানে একটি প্রতিবাদ সভাও হয়। ২০১৮ সাল থেকেই টুরগা পাম্প স্টোরেজের বিরুদ্ধে আন্দোলন চলছে অযোধ্যা পাহাড়ে। দেওয়াল লিখনে এই প্রকল্পের যেমন প্রতিবাদ হয়েছে। তেমনই নানান মিটিং, মিছিল, এমনকি প্রশাসনের আধিকারিকরাও বিক্ষোভের মুখে পড়েছেন। প্রকল্প বাতিলের দাবিতে আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও পরবর্তীকালে আদালতের ছাড়পত্রেই এই প্রকল্পের কাজে হাত দিয়েছে রাজ্য। কিন্তু প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন চলছেই। পুরুলিয়া বনবিভাগের ডিএফও কার্তিকায়েন এম বলেন, “টুরগা প্রকল্পে দরপত্র আহ্বান করা হয়েছে।”
পুরুলিয়া বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, এক কোটির বেশি টাকায় আপাতত এই প্রকল্পে দুটি কাজ করছে বনদপ্তর। ‘ক্যাম্পা'(CAMPA) তহবিলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভলপমেন্ট এজেন্সি এই কাজ করবে। যে দুটি কাজে দরপত্র আহ্বান করা হয়েছে তার মধ্যে একটি হলো ফেলিং অপারেশন (গাছ কাটা) সহ অন্যান্য। এই প্রকল্পে বরাদ্দ রয়েছে ২৩ লাখ ৬১ হাজার ৭২ টাকা। আরেকটি কাজ রয়েছে সমীক্ষা ও সীমানা প্রাচীর-সহ অন্যান্য। এই কাজে বরাদ্দ রয়েছে ৮৪ লাখ ২৪ হাজার টাকা। প্রথম দরপত্র আহ্বানে দুটি কাজেই টেন্ডারের আবেদন জমা করার শেষ দিন ছিলো ৩১ শে জুলাই। দ্বিতীয় দরপত্র আহবানের শেষ দিন রয়েছে ৪ সেপ্টেম্বর।
দুটি কাজের জন্য প্রথম দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি জারি হয় গত ১৩ ও ১৫ জুন। দ্বিতীয় দরপত্র আহবানের বিজ্ঞপ্তি জারি হয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে। এদিকে সম্প্রতি টুরগা ফলসের রাস্তায় ধস নামার ঘটনায় প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ ওই ধসের স্থলে গিয়ে দুঃখে শোক প্রকাশ করে। ওই মঞ্চ জানিয়েছে, অযোধ্যা পাহাড়ের গোবরিয়ার অরণ্য ছিঁড়ে নিয়ে তৈরি হয়েছে পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রকল্পের আপার ড্যাম। ফলে ওই জঙ্গলে থাকা হাতি এখন বারবার লোকালয়ে চলে আসছে। ফসলের ক্ষতি করছে। ঘরবাড়ি ভাঙছে। মানুষ-হাতি সংঘাত বাঁধছে। আগামী দিনে টুরগাকে ঘিরেও বড়সড় ষড়যন্ত্র চলছে। তাই টুরগা প্রজেক্ট বাতিলের দাবিতে আন্দোলন আরও জোরদার করছে প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.