শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: জেল হেফাজতে থাকাকালীন এক বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারে৷ পুলিশের দাবি, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই বন্দি৷ যদিও পরিজনেরা সেই দাবি খারিজ করে দিয়েছেন৷ মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কিছু, পালটা অভিযোগ মৃতের পরিবারের৷ পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে৷ বন্দির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
নিহত ওই বন্দির নাম ভূষা বিরজা৷ বছর পঁয়ষট্টির ওই বৃদ্ধ শিলিগুড়ির খড়িবাড়ি এলাকার বাসিন্দা৷ গোপনসূত্রে শিলিগুড়ির খড়িবাড়ি থানার পুলিশ খবর পায়, অবৈধভাবে মদ পাচার এবং বিক্রি করত ভূষা৷ সেই খবরের ভিত্তিতেই মঙ্গলবার সকালে খড়িবাড়ি এলাকায় হানা দেন পুলিশ কর্মীরা৷ বেশ খানিকটা খোঁজাখুঁজির পর গ্রেপ্তার করা হয় ভূষাকে৷ তার সঙ্গে থাকা বেশ কিছু পরিমাণ মদও বাজেয়াপ্ত করে আবগারি দপ্তর৷ ওইদিনই শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় অভিযুক্ত ভূষাকে৷ সরকারি ও অভিযুক্তপক্ষের আইনজীবীর সওয়াল জবাব শোনার পর বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় ওই বৃদ্ধকে৷ সেই মতো মঙ্গলবার রাতে শিলিগুড়ির বিশেষ সংশোধনাগারই হয়ে ওঠে ভূষার ঠিকানা৷
বুধবার সকালে সংশোধনাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলকর্মীরা লকআপের মধ্যে বন্দি ভূষাকে দেখে অবাক হয়ে যান৷ তাঁরা দেখেন, জানলায় ঝুলছে বন্দির দেহ৷ তড়িঘড়ি পুলিশের কাছে খবর পৌঁছায়৷ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ কিন্তু ততক্ষণে মারা যায় বৃদ্ধ৷ দেহ উদ্ধার করেন পুলিশকর্মীরা৷ আধিকারিকদের দাবি, গলায় দড়ি দিয়েই আত্মঘাতী হয়েছে ভূষা৷ মৃত বন্দির পরিজনেরা যদিও আত্মহত্যার কথা মানতে নারাজ৷ ভূষা বিরজার মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে বলেই পালটা দাবি তাঁদের৷ বন্দির মৃত্যুর কারণ নিশ্চিত করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.