Advertisement
Advertisement
মেখলিগঞ্জ

তৃণমূল বিধায়ককে হুমকি চিঠি, চাঞ্চল্য কোচবিহারের মেখলিগঞ্জে

পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।

Unknown person sends threatening letter to TMC MLA
Published by: Tanumoy Ghosal
  • Posted:June 12, 2019 9:05 pm
  • Updated:June 13, 2019 11:38 am

বিক্রম রায়, কোচবিহার:  কোচবিহারে খোদ তৃণমূল বিধায়ককেই হুমকি দিয়ে চিঠি পাঠাল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বুধবার সকালে চিঠি পৌঁছয় বিধায়কের বাড়িতে। শোরগোল পড়েছে মেখলিগঞ্জে। গোটা জানিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: তৃণমূলে নেতার ঘরেই রমরমিয়ে মধুচক্রের আসর, আপত্তিকর অবস্থায় পুলিশের জালে ৩]

কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব নিয়েই ব্লক কমিটি ভেঙে দিয়েছেন মাথাভাঙার বিধায়ক ও বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। ব্লকের সংগঠনের দায়িত্ব বিধায়কদের হাতেই তুলে দিয়েছেন। মেখলিগঞ্জে ব্লকে দলের সংগঠনের দায়িত্ব বর্তেছে তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের উপর। মঙ্গলবারই এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার সকালে একটি চিঠি আসে বিধায়কের বাড়িতে। চিঠিতে লেখা ছিল, ‘খুব গোপনীয় খবর, আপনি খুব সাবধান থাকবেন আর কোনক্রমে মেখলিগঞ্জে যাবেন না। মিটিং মিছিলে যাবেন না, ঘটনা ঘটবে।’  ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় কোচবিহারের মেখলিগঞ্জে। বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের বক্তব্য,  নির্বাচনের পর থেকে জেলাজুড়ে অশান্তির পরিবেশ তৈরি করেছে বিজেপি।দলীয় দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন। তাতেই ভয় পেয়ে এই হুমকি চিঠি পাঠিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, বিধায়ককে হুমকি দিয়ে চিঠি পাঠানোর খবর পেয়েছেন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: হারের কারণ খুঁজতে গিয়ে কাউন্সিলরদের ক্ষোভের মুখে মমতাজ সংঘমিতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement